Advertisment

মাঠে গালির বন্যা বইয়ে দেন ধোনি! 'কুল' মুখোশ খুলে বিষ্ফোরক স্বীকারোক্তি ঈশান্তের

ধোনিকে নিয়ে ভয়ংকর মন্তব্য ঈশান্তের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মহেন্দ্র সিং ধোনির নামের সঙ্গে জুড়ে গিয়েছে 'ঠান্ডা ঠান্ডা কুল কুল' শব্দ বন্ধনী। মিস্টার কুল নামে তিনি পরিচিত ক্রিকেট জগতে। ইস্পাত কঠিন নার্ভ ধরে রাখার জন্য তিনি জগৎ বিখ্যাত। তবে ঈশান্ত শর্মার দাবি, মহেন্দ্র সিং ধোনি মাঠে প্রায়ই মেজাজ হারান। ব্যাপক গালিগালাজও করেন।

Advertisment

টিআরএস ইউটিউব চ্যানেলে ঈশান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে ধোনির আসল রূপ সামনে আনলেন। বলে দিলেন, "মাহি ভাইয়ের শক্তি অনেক ক্ষেত্রেই রয়েছে। তবে ঠান্ডা ঠান্ডা থাকা মোটেই ধোনির সেরা শক্তিগুলোর একটা নয়। মাঠে তো প্রায়ই যাচ্ছেতাই গালাগালি করে ও। নিজের সরাসরি নিজের চোখে এই ঘটনা দেখেছি।"

ভারতীয় দল হোক বা আইপিএল-ধোনি সবসময়ে লোকজন পরিবেষ্টিত হয়ে থাকে। কেউ না কেউ সবসময় ধোনির সঙ্গে থাকে। এটা অনেকটা গ্রামে থাকার মত অনুভূতি। বড় গাছকে মিস করার মত ঘটনা। আমি বল করার পরেই ধোনি জিজ্ঞাসা করত, ক্লান্ত অনুভব করছিস নাকি? আমি জবাব দিতাম- অনেকটা। তারপর ও বলত- বাছা, তোর বয়স হয়ে যাচ্ছে। ক্রিকেট ছেড়ে দে।"

দিল্লির তারকা পেসার জানাচ্ছেন, ধোনির রেগে যাওয়া মোটেই স্বভাবিক ব্যাপার নয়। তবে ঈশান্ত এক টেস্টের কথা স্মরণ করেছেন যেখানে ঈশান্ত ঠিকমত থ্রো কালেক্ট না করতে পারায় ধোনি বেজায় বিরক্ত হয়েছিলেন। "আমি কখনই মাহি ভাইকে রাগতে দেখিনি। তবে যখন ওঁর থ্রো কালেক্ট না করতে পারতাম, তখন অন্য ব্যাপার ঘটত। প্ৰথমবার যখন ছুঁড়ত, ওঁর অভিব্যক্তি দেখেছিলাম। পরের থ্রো আরও জোরে করত। তারপরও বল বেরিয়ে যেত। তৃতীয় থ্রোয়ে ও গালাগালি দিয়ে বলত, হাতে সরাসরি জোরে থ্রো কর।"

টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে অন্যতম সেরা পেসার ঈশান্ত। ১০৫ ম্যাচে ঈশান্ত ৩১১ উইকেট নিয়েছেন ৩২.৪ গড়ে।

Read the full article in ENGLISH

MS DHONI Indian Cricket Team Ishant Sharma
Advertisment