প্রকাশ্যেই অন্তরঙ্গ ধোনি-সাক্ষীকে দেখে অবাক সকলে!

ধোনি অবশ্য বছরের প্রথম দিনেই দারুণ খবর পেয়েছেন। ইএসক্রিকইনফো-র দশক সেরা ক্রিকেটারদের একাদশে ঠাঁই পেয়েছেন তিনি। টেস্টে জায়গা না পেলেও টি২০ ও ওয়ানডেতে প্রথম একাদশে রয়েছেন তিনি। নেতাও বাছা হয়েছে তাঁকে।

ধোনি অবশ্য বছরের প্রথম দিনেই দারুণ খবর পেয়েছেন। ইএসক্রিকইনফো-র দশক সেরা ক্রিকেটারদের একাদশে ঠাঁই পেয়েছেন তিনি। টেস্টে জায়গা না পেলেও টি২০ ও ওয়ানডেতে প্রথম একাদশে রয়েছেন তিনি। নেতাও বাছা হয়েছে তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni and sakshi

এভাবেই ধোনি-সাক্ষী নতুন বছরের শুরুটা জমজমাট করে রাখলেন (ইনস্টাগ্রাম)

ক্রিকেট থেকে দূরে। অথচ সংবাদমাধ্যমের শিরোনাম দখল করেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রতিটি গতিবিধির পিছনে ধাওয়া করে ক্রিকেটপ্রেমীরা। নতুন বছরে ক্রিকেটে ফেরার নতুন কিছু বার্তা না দিলেও ধোনি এবার শিরোনামে সাক্ষীর সঙ্গে নিউ ইয়ার্স ইভ পার্টিতে ঘনিষ্ঠভাবে নেচে। যা দেখে উপস্থিত প্রত্য়েকের চোখ ছানাবড়া!

Advertisment

নতুন বছরে ধোনি পা রাখলেন স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক নাচে কোমর দুলিয়ে। ধোনির এক ইনস্টা-ফ্যান পেজে শেয়ার করা হয়েছে এই ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হইচই। ধোনি যখন সাক্ষীর কোমর জড়িয়ে নাচছেন, তখন ব্যাকগ্রাউন্ডে সুনিধি চৌহানের মোহময়ী গলা মাতিয়ে দিচ্ছে ডান্স ফ্লোর। জানা গিয়েছে তারকা দম্পতি পুণের এক অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানেই নতুন বছরের শুরুটা দারুণভাবে স্মরণীয় করে রাখলেন।

View this post on Instagram

New Year Celebrations of Mahi & Sakshi ! ????❤ . Happy New Year Everyone! ????????

A post shared by ???? RANCHI BIGGEST FAN CLUB ???? (@maahi7.7.81) on

Advertisment

আরও পড়ুন ফের ক্যাপ্টেন ধোনি! টি২০, ওয়ানডে-র রাজমুকুট মাহির

পরে সাক্ষী ধোনির সঙ্গে নিজের ছবি আবার পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে। সেখানে রোম্যান্টিক ক্যাপশনে লেখা, "২০২০ এই মানুষটার সঙ্গে!" নিজের প্রিয়তমের সঙ্গে ছবি পোস্ট করে সাক্ষী যেন কার্যত বুঝিয়ে দেন, তারকার জীবনে উত্থান-পতন যাই আসুক না কেন, তিনি সর্বদাই সঙ্গে থাকবেন ভালবাসার মানুষের সঙ্গে।

View this post on Instagram

2020 with this man ❤️ !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

আরও পড়ুন ধোনি কবে অবসর নিচ্ছেন, প্রকাশ্যেই বার্তা সৌরভের

ধোনি অবশ্য বছরের প্রথম দিনেই দারুণ খবর পেয়েছেন। ইএসক্রিকইনফো-র দশক সেরা ক্রিকেটারদের একাদশে ঠাঁই পেয়েছেন তিনি। টেস্টে জায়গা না পেলেও টি২০ ও ওয়ানডেতে প্রথম একাদশে রয়েছেন তিনি। নেতাও বাছা হয়েছে তাঁকে।

আরও পড়ুন দুই বছর নিষিদ্ধ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার, চাপে কেকেআর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন বাইরে তিনি। সমর্থকরা হাপিত্যেশ করে রয়েছেন মহাতারকার প্রত্যাবর্তনের জন্য। নভেম্বরে অবশ্য মুম্বইয়ে এক অনুষ্ঠানে ধোনি সাফ জানিয়ে দিয়েছিলেন, নতুন বছরেই প্রত্য়াবর্তনের কথা বিবেচনা করবেন তিনি। ধোনি এখন কবে ২২গজে ফেরেন সেদিকেই আপাতত নজর ক্রিকেট বিশ্বের।

cricket MS DHONI