ভারতীয় ক্রিকেটে এক অধ্য়ায়ের সমাপন ঘটল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসে অনুরাগীদের মন ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক।
নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে এদিন অবসর ঘোষণা করে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক লিখেছেন, ''আপনাদের ভালবাসার জন্য় ধন্য়বাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন''।
View this post on InstagramThanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
A post shared by M S Dhoni (@mahi7781) on
চলতি সপ্তাহে চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্য়াম্পে যোগ দিতে চেন্নাই পৌঁছোতে দেখা গিয়েছে ধোনিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলে সম্ভবত খেলতে পারেন মাহি।
আরও পড়ুন: ধোনির পরই আন্তর্জাতিক ক্রিকেটকে অলবিদা সুরেশ রায়নার
উল্লেখ্য়, ক্রিকেট থেকে মাহির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। তবে বরাবরই নিজের অবসর নেওয়ার কথা সন্তর্পণে এড়িয়ে যেতেন ক্য়াপ্টেন কুল। একবার এক সাংবাদিক বৈঠকে অবসর নেওয়া প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হেসে উড়িয়ে দিয়ে ধোনি বলেছিলেন, ''আপনি কি চান আমি অবসর নিই? আমায় দেখে কি আনফিট মনে হচ্ছে? আমি কি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারব?'' মাহির পাল্টা প্রশ্নবাণে জনৈক সাংবাদিক বলেছিলেন, 'হ্য়াঁ, নিশ্চয়ই'।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রসঙ্গে মুম্বইয়ে এক অনুষ্ঠানে ক্রিকেট তারকা বলেছিলেন, ''২০২০ সালের জানুয়ারি পর্যন্ত এ নিয়ে আমায় জিজ্ঞাসা করবেন না''।
Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020
ধোনির অবসরের পরই ২০১১ সালে বিশ্বকাপে জয়োল্লাসে মাহির সঙ্গে তাঁর ছবি শেয়ার করে শচীন তেন্ডুলকর লিখেছেন, ''ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিসীম। ২০১১ সালে একসঙ্গে খেলে বিশ্বকাপ জেতা আমার জীবনের সেরা মুহূর্ত। দ্বিতীয় ইনিংসের জন্য় তোমায় ও তোমার পরিবারকে অল দ্য় বেস্ট''।
Every cricketer has to end his journey one day, but still when someone you've gotten to know so closely announces that decision, you feel the emotion much more. What you've done for the country will always remain in everyone's heart...... pic.twitter.com/0CuwjwGiiS
— Virat Kohli (@imVkohli) August 15, 2020
'তুমি দেশের জন্য় যা করেছো, তা সকলে মনে রাখবেন', টুইট করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
.@msdhoni has mesmerized millions through his unique style of cricket. I hope he will continue to contribute towards strengthening Indian cricket in the times to come. Best wishes for his future endeavours.
World cricket will miss the helicopter shots, Mahi!
— Amit Shah (@AmitShah) August 15, 2020
'বিশ্ব ক্রিকেট আপনাকে মিস করবে', টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন