অবশেষে হল শাপমোচন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ১৭ বছর পর জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালের পর রজত পতিদার বেঙ্গালুরুর প্রথম অধিনায়ক হিসেবে নাম লেখালেন, যিনি এই মাঠে জয়লাভ করলেন। শেষপর্যন্ত এই ম্য়াচে আরসিবি ৫০ রানে জয়লাভ করেছে। যদিও ১৬ বলে অপরাজিত ৩০ রান করলেন মহেন্দ্র সিং ধোনি (MS DHONI)।
এই ম্য়াচে টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৯৬ রান তুলেছিল। চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে নজর কাড়লেন আরসিবি ব্রিগেডের নয়া অধিনায়ক রজত পতিদার। রজত তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে বিরাট কোহলি (Virat Kohli) ৩১ বলে ৩১ রান করেছেন। পাশাপাশি শেষ ওভারে টিম ডেভিড তিনটে ছক্কা হাঁকিয়ে ৮ বলে ২২ রান করেন।
ফ্লপ চেন্নাইয়ের ব্যাটাররা
এরপর ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। শুরু থেকেই চেন্নাই ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখতে পাওয়া যায়। ওপেনার রাচিন রবীন্দ্র (৪১) ছাড়া আর কেউ সেভাবে রান করতে পারেননি। রাহুল (৫), রুতুরাজ (০), দীপক হুডা (৪) এবং স্যাম কারেন (৮) ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
পাশাপাশি এই ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। ব্যাপারটা নিয়ে যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে। একটা সময় তাঁকে ফিনিশার বলে সবাই গর্ব করতেন। আজ যখন দল বিপদে পড়েছিল, অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে ধোনির খানিকটা ওপরে ব্যাট করার দরকার ছিল। শেষপর্যন্ত তিনি ০০ রানে অপরাজিত থাকেন। শেষবেলায় ব্যাটিং ধামাকা দেখালেন বটে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। চলতি আইপিএল মরশুমে পরপর দুটো ম্য়াচে জয়লাভ করল আরসিবি ব্রিগেড।