CSK MS Dhoni: পরাজয়ের মধ্যেও ইতিহাস, সিএসকের সর্বোচ্চ রান সংগ্রাহক মহেন্দ্র সিং ধোনি

Despite CSK's defeat to RCB, MS Dhoni surpassed Suresh Raina to become the highest run-scorer in the franchise’s history, achieving the milestone with a final-over six. আরসিবির বিরুদ্ধে সিএসকের পরাজয়ের মধ্যও ইতিহাস গড়লেন এমএস ধোনি। শেষ ওভারে ছক্কা মেরে ছাড়িয়ে গেলেন সুরেশ রায়নাকে এবং হলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

Despite CSK's defeat to RCB, MS Dhoni surpassed Suresh Raina to become the highest run-scorer in the franchise’s history, achieving the milestone with a final-over six. আরসিবির বিরুদ্ধে সিএসকের পরাজয়ের মধ্যও ইতিহাস গড়লেন এমএস ধোনি। শেষ ওভারে ছক্কা মেরে ছাড়িয়ে গেলেন সুরেশ রায়নাকে এবং হলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni: এমএস ধোনি

MS Dhoni: এমএস ধোনি। (ছবি- আইপিএল)

MS Dhoni Becomes CSK’s Highest Scorer of All Time in Defeat to RCB: ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২৫-এ নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ঝড় তোলেন ধোনি। যদিও সিএসকে ৫০ রানে হেরে যায়, তবে ব্যক্তিগতভাবে ধোনির কাছে এই ম্যাচ ছিল স্মরণীয় এক রাত।

Advertisment

সেই ম্যাচে শেষ ওভারে ক্রুনাল পান্ডিয়ার বিরুদ্ধে প্রথম ছক্কাটি হাঁকানোর সঙ্গেই ধোনি ছাড়িয়ে যান সুরেশ রায়নাকে। এতদিন সিএসকের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন রায়না। তাঁর সংগ্রহ ছিল ৪,৬৮৭ রান।

আরও পড়ুন- গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ, কোথায়, কীভাবে লাইভ দেখবেন?

শুক্রবারের ম্যাচ শেষে ধোনির মোট সংগ্রহ দাঁড়ায় ৪,৬৯৯ রান, যা তাকে সিএসকের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বানাল।

Advertisment

সিএসকের সেরা রান সংগ্রাহকরা (আইপিএলে)

১. এমএস ধোনি – ৪,৬৯৯ রান
২. সুরেশ রায়না – ৪,৬৮৭ রান
৩. ফাফ ডু প্লেসিস – ২,৭২১ রান
৪. ঋতুরাজ গায়কোয়াড় – ২,৪৩৩ রান
৫. অম্বাতি রায়ডু – ১,৯৩২ রান

ধোনি কেবল ব্যাট হাতে নয়, গ্লাভস হাতেও ম্যাজিক দেখিয়েছেন। প্রথম ইনিংসে ফিল সল্টকে মাত্র ০.১৬ সেকেন্ডে স্টাম্পিং করে দর্শকদের তাক লাগিয়ে দেন তিনি।

এই জয়ে বেঙ্গালুরু ২০০৮ সালের পর প্রথমবার চেন্নাইয়ে সিএসকের বিরুদ্ধে জয় পেল।

এর আগে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সিএসকে ৮-১ ব্যবধানে এগিয়ে ছিল। যার ফলে, বেঙ্গালুরুর জয়ের খরা কেটে শুক্রবার জন্ম নিল নতুন ইতিহাস।

Suresh Raina Indian Premier League (IPL) CSK Chennai Super Kings MS DHONI