অমিতাভ বচ্চনের পরেই এবার মহেন্দ্র সিং ধোনি। করোনা অতিমারীর মধ্যেই মুম্বইয়ে ডুপ্লেক্স বাংলো কিনেছিলেন অমিতাভ বচ্চন। এবার পুণেতে বিশাল বাংলো বাড়ি কিনলেন মহেন্দ্র সিং ধোনিও। পুণের পিম্পরে-ছিঁচর এলাকায় নতুন বাড়ির মালিক হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
কিছুদিন আগেই সাক্ষী মুম্বইয়ে নিজেদের বাড়ি বানানোর ছবি শেয়ার করেছিলেন। তারপরেই দেখা গেল, মুম্বইয়ের সঙ্গেই পুণেতেও বাড়ি কিনছেন মহাতারকা। পুণেতে অবশ্য আগেই রাজকীয় এস্টেট কিনেছিলেন। রাভেটের এস্তাডো প্রেসিডেন্সিয়াল স্যুইট কেনেন কয়েক বছর আগে। এবার আর একবার পুণেতেই আবাসনের মালিক হলেন।
আরো পড়ুন: সৌরভের নেতৃত্বে অতিমারীতেও কোটি কোটি আয়! বিশ্বে আরো একবার ধনীতম BCCI
আইপিএল আচমকা বন্ধ হয়ে যাওয়ার পরে রাঁচিতে নিজের ফার্ম হাউসেই ধোনি আপাতত সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার আগে ধোনির নেতৃত্বাধীন সিএসকে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে প্লে অফে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছিল।
অবসরের পর নিজে বিনোদন ব্যবসাতেও বিনোযোগ করেছেন। তৈরি করেছেন নিজের প্রোডাকশন কোম্পানি- এমএসডি এন্টারটেইনমেন্ট। গত বছরই ধোনির প্রোডাকশন কোম্পানি একটি ডকু ছবি নির্মাণ করেছিল। বতর্মানে এই প্রোডাকশন কোম্পানির দায়িত্বে রয়েছেন সাক্ষী।
সাক্ষী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধোনির এক ভিডিও শেয়ার করেন। যেখানে ধোনিকে দেখা যাচ্ছে নিজের পোষা মারওয়াড়ী ঘোড়া চেতকের সঙ্গে সময় কাটাতে।
যাইহোক, আইপিএলের বাকি অংশ সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে আমিরশাহিতে আয়োজন করার কথা ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই ফের একবার ব্যাট হাতে নামতে দেখা যাবে মাহিকে। গত বছর টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মত আইপিএলের প্লে অফে উঠতে পারেনি সিএসকে। সেই ধাক্কা সামলে এই মরশুমে দুরন্ত ক্রিকেট উপহার দিচ্ছিল হলুদ জার্সির ক্রিকেটাররা। বাকি আইপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে সিএসকে, সেটাই এখন দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন