অবসরের গুঞ্জন সর্বত্র। বিশ্বকাপের পর থেকে যে গুজব শুরু হয়েছে, তা এখনও স্তব্ধ হয়নি। এর মধ্যেই বিরল সম্মানের রাজমুকুট মাহির। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো-র বিচারে দশক সেরা সীমিত ওভারের ফর্ম্যাটে অধিনায়ক হয়েছেন ধোনি। ওয়ান ডে ও টি২০ দুই ফর্ম্যাটেই নেতা ধোনি। টেস্ট দলের অধিনায়ক বাছা হয়েছে কোহলিকে।
২৩ জন বিশেষজ্ঞের প্যানেল এই তিন ফর্ম্যাটের দল নির্বাচন করেছেন। ক্রিকেটারদের বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা ছিল একটাই। ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় থাকতে হবে নিয়মিত। ন্যূনতম ৫০টি টেস্ট, ৭৫টি ওয়ান ডে এবং ১০০টি টি২০ ম্যাচে খেলতেই হবে।
টেস্টে স্পিনারদের মধ্যে রয়েছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব বাদ পড়েছেন প্রথম একাদশ থেকে। টেস্ট স্কোয়াডে রয়েছেন অ্যালিস্টেয়ার কুক, কেন উইলিয়ামসনের মতো তারকারাও।
গত একদশকে কোহলি টেস্টে ৫৪.৯৭ গড়ে ৭২০২ রান তুলেছেন। অশ্বিন আবার ২৫.৩৬ গড়ে ৩৬২টি উইকেট দখল করেছেন। একমাত্র ভারতীয় হিসেবে বিরাট কোহলি তিন ফর্ম্যাটেই সুযোগ পেয়েছেন। ওয়ান জে একাদশে রয়েছেন রোহিত শর্মা।
টি২০ একাদশে প্রাধান্য ক্যারিবিয়ান ক্রিকেটাররা। পাঁচ জন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার রয়েছেন প্রথম একাদশে- ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন, কায়রণ পোলার্ড এবং আন্দ্রে রাসেল। সেখানে কোহলি, ধোনির সঙ্গে জায়গা করে নিয়েছেন জসপ্রীত বুমরা।
একইভাবে মহিলাদের ওয়ান ডে এবং টি২০ একাদশে জায়গা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ও ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। এই একাদশের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান তারকা মেগ ল্যানিংকে।
দশকসেরা টেস্ট দল- অ্যালিস্টেয়ার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, এবি ডিভিলিয়ার্স, রবিচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথ
দশকসেরা ওয়ানডে দল- হাসিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, রস টেলর, এমএস ধোনি, সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির
দশকসেরা টি২০ দল- ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন, বিরাট কোহলি, কায়রণ পোলার্ড, আন্দ্রে রাসেল, এমএস ধোনি, এবি ডিভিলিয়ার্স, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরা।