Advertisment

আইপিএল ২০২০ বাতিল হলে ধোনির কামব্যাকের কী হবে?

গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের পর ধোনি দেশের হয়ে আর একটিও ম্যাচ খেলেন নি। নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে মুখও খোলেন নি।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni ipl 2020

এম এস ধোনি। ফাইল ছবি

করোনাভাইরাসের দাপটে আইপিএল সহ জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় টুর্নামেন্ট আপাতত স্থগিত। এই করোনা-বিপর্যয়ে বেশি সমস্যায় পড়েছেন সেই সব ক্রিকেটাররা, যাঁরা আইপিএল-এর পারফরম্যান্সের উপর ভিত্তি করে জাতীয় টি-২০ দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন। এই তালিকায় নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম মহেন্দ্র সিং ধোনি।

Advertisment

গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের পর ধোনি দেশের হয়ে আর একটিও ম্যাচ খেলেন নি। ধোনি নিজেও এখনও পর্যন্ত নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন নি। জাতীয় নির্বাচকরা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য স্পষ্ট করে দিয়েছিলেন, আইপিএল-এ ধোনির পারফরম্যান্সের উপরই নির্ভর করছে তাঁর জাতীয় দলে ফেরা।

আরও পড়ুন: আইপিএলের সংক্ষিপ্ত সংস্করণে আপত্তি ফ্র্যাঞ্চাইজিদের

গত নভেম্বরে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, "ধোনি আইপিএল-এ কেমন পারফর্ম করবে তার উপরই সব নির্ভর করছে। টি-২০ বিশ্বকাপে কোন ১৫ জন সুযোগ পাবে, সেটা ঠিক করতে আইপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে।”

চেন্নাইয়ে মাসখানেক আগে থেকে ঘাঁটি গেড়ে চেন্নাই সুপার কিংসের সতীর্থদের সঙ্গে আইপিএল-প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ধোনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ধোনি সহ টিমের সদস্যরা নিজেদের বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন।

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য মনে করেন, "ধোনির জাতীয় দলে ফেরার পক্ষে আইপিএল কোনও নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে না।" ইউটিউবে এক সাক্ষাৎকারে আকাশ বলেছেন, "ধোনির মাপের ক্রিকেটার জানে যে ও কী করতে চায়। এবং জাতীয় দলে ফিরতে চায় কি না, সেটাও ও জানে। আইপিএল এখানে কোনও ফ্যাক্টর হবে বলে আমি মনে করি না। যদি ধোনি জাতীয় দলে ফিরতে চায় এবং নির্বাচকদের খোলাখুলি সেটা জানায়, তাহলে ধোনি অটোম্যাটিক্যালি নির্বাচিত হবে। কারণ, অভিজ্ঞতা সুপারমার্কেটে কিনতে পাওয়া যায় না। যদি ভারতের ধোনিকে প্রয়োজন হয়, তাহলে আইপিএল ছাড়াও ধোনি টিমে ঢুকবে।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

MS DHONI IPL
Advertisment