Advertisment

আইপিএল ২০১৮: মোহালিতে মাহি ম্যাজিক, তবুও চেন্নাই হারল

‘ভিনটেজ ধোনি’কে দেখে মোহিত সবাই। ম্যাচ শেষে সিএসকে-র ফ্যানেদের একটাই আফশোষ, তীরে এসেই তরী ডুবল তাদের। মাত্র চারটে রানের জন্য ক্যাপ্টেনের এই দুর্দান্ত লড়াই বিফলে গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni Couldn't Finish It In Style!

আইপিএল ২০১৮: মোহালিতে মাহি ম্যাজিক, তবুও চেন্নাই হারল

অনেকদিন পর সেই চেনা মহেন্দ্র সিং ধোনিকে দেখল মোহালি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাহি শো-তে ছিল চার-ছয়ের বন্যা, দেখা গেল একা হাতে ম্যাচ ফিনিশ করার উদগ্র আকাঙ্ক্ষা। এমনকি বরাদ্দ ছিল শেষ বলের বিখ্যাত ছক্কাও। যদিও ধোনির ৪৪ বলের ৭৯ রানের লড়াকু ইনিংস দাম পেল না শেষপর্যন্ত। আইপিএল-এ ব্যক্তিগত সর্বোচ্চ রান করেও ধোনি পারলেন না চেন্নাই সুপার কিংসকে জেতাতে। পাঞ্জাবের কাছে ৪ রানে হেরে গেল সিএসকে।

Advertisment

কিন্তু ধোনির ফ্যানেরা মাহি বন্দনায় মেতেছে সোশ্যাল মিডিয়ায়। ‘ভিনটেজ ধোনি’কে দেখে মোহিত সবাই। ম্যাচ শেষে সিএসকে-র ফ্যানেদের একটাই আফশোস, তীরে এসেই তরী ডুবল তাদের। মাত্র চারটে রানের জন্য ক্যাপ্টেনের এই দুর্দান্ত লড়াই বিফলে গেল। এদিন আগের ইনিংসের গেইল ঝড় প্রায় ভুলিয়ে দিয়ে ছিলেন ধোনি। মনেই হচ্ছিল না, একটু আগে ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলে গিয়েছেন ক্যারিবিয়ান স্টার। ধোনি এই দুরন্ত ইনিংসের সুফল পেয়েছেন নেট প্র্য়াকটিস থেকেই। নেটেও মাহির হাত খেকে রেয়াত পাননি হরভজন সিং, ইমারন তাহির ও শার্দুল ঠাকুররা।

Match Day at Mohali ! ????

A post shared by MS Dhoni ???? (@bleed.dhonism) on

আসুন একবার দেখে নেওয়া যাক আইপিএল-এ ধোনির প্রোফাইল

মহেন্দ্র সিং ধোনি
দু’টি আইপিএল (২০১০, ২০১১)
দু’টি চ্য়াম্পিয়ন্স লিগ টি-২০ (২০১০,২০১৪)
চারবার আইপিএল রানার্স (২০০৮, ২০১২, ২০১৩ ও ২০১৫)

আইপিএল-এর ব্র্য়ান্ড অ্য়াম্বাসডর বললেও ভুল হবে না মহেন্দ্র সিং ধোনিকে। টুর্নামেন্টের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি, দলের মুখও বটে। ম্যাচ-ফিক্সিংয়ে নাম জড়িয়ে শেষ দু’বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল সিএসকে। ফের ধোনির ক্যাপ্টেনসিতে চেন্নাই আইপিএল-এর আসরে। চেন্নাইকে জোড়া আইপিএল ও জোড়া চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ক্য়াপ্টেন দলকে চারবার রানার্স করিয়েছেন। ফলে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের থেকে এবারও সিএসকে-র গগনচুম্বী প্রত্যাশা। এখন দেখার এবার মাহি চেন্নাইকে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন করাতে পারেন কি না! ধোনি ১৫৯টি ম্যাচ খেলে ৩৫৬১ রান করেছেন আইপিএল-এ।

IPL 2018 Chennai Super Kings Kings XI Punjab
Advertisment