অনেক সহ্য করেছেন। আর নয়। নিজের ব্যবসায়ী অংশীদারের বিরুদ্ধেই এবার আদালতের দ্বারস্থ হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। রাঁচি আদালতে (Ranchi High Court) আরকা স্পোর্টস (Aarka Sports) ম্যানেজমেন্টের দুই কর্ণধার মিহির দিবাকর (Mihir Diwakar) এবং সৌম্য বিশ্বাসের (Soumya Vishwash) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন মহাতারকা।
কী হয়েছে?
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে এক ব্যবসায়িক চুক্তি হয় ২০১৭ সালে। চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বমানের এক ক্রিকেট একাডেমি তৈরি করার কথা ছিল সংস্লিষ্ট স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থাটির। তবে সেই চুক্তি চুক্তিই রয়ে গিয়েছে। চুক্তি অনুযায়ী, ক্রিকেট একাডেমির শর্তাবলী পূরণ হয়নি। তারপরেই আদালতে ১৫ কোটি টাকা কারচুপির অভিযোগ আনলেন মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন- জঘন্য ক্যাপ্টেন্সি, জিতেও নেই রেহাই! জয়ের মঞ্চেই রোহিতকে তেড়েফুঁড়ে আক্রমণ এবার মঞ্জরেকরের
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী, আরকা স্পোর্টস-কে ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার কথা। সেই সঙ্গে লভ্যাংশের ভাগ দিতে হত। একাধিকবার এই বিষয়ে ধোনির তরফে সতর্ক করা হলেও, কর্ণপাত করেনি আরকা স্পোর্টস সংস্থা। ২০২১-র ১৫ অগাস্ট ধোনির তরফে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে অনুমতি সংক্রান্ত চিঠি প্রত্যাহার করে নেওয়া হয়।
তারপরে চুক্তির শর্ত মেনে একাধিকবার ধোনির তরফে চিঠি পাঠানো হয় অর্থপ্রাপ্তির জন্য। তবে সাড়া শব্দ করেনি সংস্থাটি। ধোনির আইনি বিষয় দেখভাল করে যে সংস্থা সেই বিধি এসোসিয়েটসের প্রতিনিধি দয়ানন্দ সিং দাবি করেছেন আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম আর্থিক প্রতারণা করেছেন ধোনির সঙ্গে। এতে নাকি মহাতারকার ১৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এমনটাই জানিয়েছে, ইন্ডিয়া টুডের প্রতিবেদন।
আরও পড়ুন- বিরাট সাফল্য ভারতের, কেপ টাউনে জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রোহিতরা
যাইহোক, মহেন্দ্র সিং ধোনি নতুন বছর সেলিব্রেট করেছেন দুবাইয়ে। নিজের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিদেশে নববর্ষ পালন করেন মহাতারকা। দুবাইয়ে ধোনির সঙ্গেই দেখা গিয়েছিল ঋষভ পন্থকে। পন্থ আবার আইপিএল নিলামে অংশ নিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুবাইয়ে হাজির ছিলেন। শুধু নিউ ইয়ার নয়, ক্রিসমাস উদযাপনের জন্যও ধোনি বেছে নিয়েছিলেন দুবাইকে।