MS Dhoni Cristiano Ronaldo number 7 jersey: কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি দেখা গেল বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেওয়ালে। এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। যা ভাইরাল হতে দেরি হয়নি। সহজেই দেওয়ালে টাঙানো হলুদ রঙের জার্সিটা ধোনি ভক্তদের নজর টেনেছে। বিষয়টা কি সত্যিই তাই? এরপরই শুরু হয় অনুসন্ধান।
ক্রিশ্চিয়ানো ফুটবলার শুধু বিশ্বখ্যাত ফুটবলারই নন। তিনি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তাঁর জনপ্রিয়তাও বিরাট। সোশ্যাল মিডিয়ার বিচারে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৬৩৫ মিলিয়ন। টুইটারে তাঁর ফলোয়ার ১১২.৪ মিলিয়ন। গোটা একটা ক্রীড়াপ্রজন্ম রোনাল্ডোর খেলায় অনুপ্রাণিত।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। যা দ্রুত ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা গিয়েছে যে, রোনাল্ডোর দেওয়ালে একটি টি শার্ট। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কয়েকজনের দাবি, ওই টি শার্ট আসলে ধোনির জার্সি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি ৭ নম্বর জার্সি পরতেন।
এই প্রসঙ্গে এক নেটিজেন পোস্ট করেছেন, 'রোনাল্ডোর দেওয়ালে ধোনির জার্সি টাঙানো। ও সবচেয়ে বড় ধোনির ভক্ত।' অন্য এক নেটিজেন লিখেছেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থালা ধোনির ভক্ত। ৭ নম্বর জার্সিকে কেউ হারাতে পারে না। এটা কোনও সংখ্যা নয়। এটা একটা আবেগ।'
আরও পড়ুন- বাদ দেন জয় শাহ-দ্রাবিড়! ১০ ছক্কার ঝড়ের সেঞ্চুরিতে বোর্ডকে মোক্ষম জবাব ভারতীয় সুপারস্টারের
এরপরই প্রশ্ন ওঠে রোনাল্ডোর দেওয়ালে কি সত্যিই ধোনির জার্সি টাঙানো আছে? রোনাল্ডো কি ধোনির ফ্যান। আর, তার জেরেই কি ধোনি তাঁর জার্সি রোনাল্ডোকে দিয়েছেন? এক্ষেত্রে সত্যিটা হল, এটা এমএস ধোনির জার্সি নয়। ওটা রোনাল্ডারই জার্সি। দুই দশক ধরেই রোনাল্ডো ৭ নম্বর জার্সি পরছেন। ২০২৩ সালে তিনি আল-নাসার ক্লাবে যোগ দিয়েছেন। রোনাল্ডোর দেওয়ালে টাঙানো ওই জার্সিটা আসলে আল-নাসার ফুটবল ক্লাবের টি শার্ট।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনাল্ডো খেলেছেন। সেই সময় তিনি ৭ নম্বর জার্সি পরতেন। রিয়াল মাদ্রিদে প্রথমে ৯ নম্বর জার্সি পরছিলেন। পরে ৭ নম্বর জার্সি পরা শুরু করেন। জুভেন্তাসেও তিনি ৭ নম্বর জার্সিই পরতেন। ফের ম্যাঞ্চেস্টারে ফিরে তিনি একই নম্বরের জার্সি পরা শুরু করেন। আল-নাসারেও তিনি একই নম্বরের জার্সি পরেন।
ধোনিও ভারতীয় দলের জার্সি গায়ে তোলা থেকে ৭ নম্বর জার্সিই পরছেন। তাঁর সৌজন্যে ২০২৩ সালে বিসিসিআই ৭ নম্বর জার্সিকে ভারতীয় ক্রিকেট থেকে অবসর দিয়েছে। যার ফলে আর, জাতীয় দলের কোনও ক্রিকেটার ৭ নম্বর জার্সি পরার সুযোগ পাবেন না।