Advertisment

MS Dhoni: 'নাম' খারাপ করেছেন ধোনি, ব্যবসা লাটে! বিচার চাইতে আদালতে বিরাট কেস বাঙালি ব্যবসায়ীর

MS Dhoni defamation suit: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে এক ব্যবসায়িক চুক্তি হয় ২০১৭ সালে। চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বমানের এক ক্রিকেট একাডেমি তৈরি করার কথা ছিল স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থাটির।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, CSK New Captain Ruturaj Gaikwad: সিএসকের নতুন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড

MS Dhoni Quit CSK Captaincy: ফের একবার চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন ধোনি (টুইটার)

MS Dhoni sued for defamation: জানুয়ারি মাসের শুরুতেই বোমা ফাটিয়েছিলেন এমএস ধোনি (MS Dhoni)। নিজের প্রাক্তন ব্যবসায়িক পার্টনার মিহির দিবাকর এবং তাঁর সংস্থা আরকা স্পোর্টস ম্যানেজমেন্টের বিরুদ্ধে চুক্তিভঙ্গের জন্য ১৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল।

Advertisment

এবার পাল্টা দিল মিহির দিবাকর এবং সৌম্য দাস-ও। ধোনির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করা হল। বলে দেওয়া হল, আদালত কোনও পর্যবেক্ষণ দেওয়ার আগেই ধোনির আইনি বিষয় দেখভাল করে যে সংস্থা সেই বিধি এসোসিয়েটসের প্রতিনিধি দয়ানন্দ সিং রীতিমত সাংবাদিক সম্মেলন করেন বিচারাধীন এই বিষয় নিয়ে। এতে আরকা স্পোর্টস ম্যানেজমেন্টের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। দেশের সমস্ত মিডিয়া এই ঘটনা কভার করায় এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হওয়ায় তাঁদের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই বিষয়েই এবার ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করলেন মিহির দিবাকর এবং সৌম্য দাস।

আরও পড়ুন: জন্ম পাকিস্তানে, শাহরুখের প্রেমে দিওয়ানা ‘বাবা-মা’! ক্রিকেটে ইতিহাস আফগান রহমানের

কী হয়েছে?

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে এক ব্যবসায়িক চুক্তি হয় ২০১৭ সালে। চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বমানের এক ক্রিকেট একাডেমি তৈরি করার কথা ছিল স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থাটির। তবে সেই চুক্তি চুক্তিই রয়ে গিয়েছে। চুক্তি অনুযায়ী, ক্রিকেট একাডেমির শর্তাবলী পূরণ হয়নি। তারপরেই আদালতে ১৫ কোটি টাকা কারচুপির অভিযোগ আনলেন মহেন্দ্র সিং ধোনি।

ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী, আরকা স্পোর্টস-কে ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার কথা। সেই সঙ্গে লভ্যাংশের ভাগ দিতে হত। একাধিকবার এই বিষয়ে ধোনির তরফে সতর্ক করা হলেও, কর্ণপাত করেনি আরকা স্পোর্টস সংস্থা। ২০২১-র ১৫ অগাস্ট ধোনির তরফে আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের সঙ্গে অনুমতি সংক্রান্ত চিঠি প্রত্যাহার করে নেওয়া হয়।

তারপরে চুক্তির শর্ত মেনে একাধিকবার ধোনির তরফে চিঠি পাঠানো হয় অর্থপ্রাপ্তির জন্য। তবে সাড়া শব্দ করেনি সংস্থাটি। তারপরে ধোনির প্রতিনিধি দয়ানন্দ সিং দাবি করেছেন আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম আর্থিক প্রতারণা করেছেন ধোনির সঙ্গে। এতে নাকি মহাতারকার ১৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এমনটাই জানিয়েছে, ইন্ডিয়া টুডের প্রতিবেদন।

cricket MS DHONI Cricket News Mahendra Sing Dhoni
Advertisment