/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Ronaldo-Dhoni.jpg)
Ronaldo-Dhoni: বামদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ডানদিকে মহেন্দ্র সিং ধোনি। (ছবি- টুইটার)
MS Dhoni, Cristiano Ronaldo, FIFA: ফুটবল দুনিয়ার মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ক্রিকেট দুনিয়ার মহানায়ক এমএস ধোনিকে মিলিয়ে দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। পর্তুগালের ইউরো সফরের আগে ইনস্টাগ্রামে ফিফা রোনাল্ডো সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে ক্যাপশনে ধোনির উল্লেখ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
বুধবার চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে উয়েফা (UEFA) আয়োজিত, ইউরো ২০২৪-এর প্রথম খেলায় পর্তুগাল আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০১৬-র বিজয়ীদের নেতৃত্ব দেবেন। রোনাল্ডো, পর্তুগালকে ২০১৬ সালে প্রথমবার ইউরোপীয় শিরোপা এনে দিয়েছিলেন। তারই ভিত্তিতে, ফিফা রোনাল্ডোর ছবি-সহ একটি ক্যাপশন পোস্ট করেছে। এই পোস্ট মঙ্গলবার ভারতে এমএস ধোনির ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোনাল্ডোর ছবি-সহ ওই পোস্ট ভাইরাল হতে যথারীতি বেশি দেরি হয়নি। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামে রোনাল্ডোর ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'একটি কারণের জন্যই (তিনি) থালা'। থালা নামে ধোনিকে ডাকেন চেন্নাই সুপার কিংস (CSK)-এর খেলোয়াড়রা। সিএসকে ফ্র্যাঞ্চাইজির অনুরাগীরাও ধোনিকে ওই নামেই ডাকেন। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২৪-এ ধোনি, চেন্নাই সুপার কিংসের ৭ নম্বর জার্সি পরেছিলেন। এই জার্সিটা ধোনির বেশ প্রিয়। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার ট্রফিতে ভরা। ২০০৪ থেকে ২০১৯, এই দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে ধোনি বারবার ৭ নম্বর জার্সি পরেই মাঠে নেমেছেন।
This can not be real or is it ??
— SIDDHARTH (@S_I_D_007) June 18, 2024
আবার, রোনাল্ডোর জার্সি নম্বরও ৭। সমর্থকদের কাছে তিনি সিআর ৭ নামে পরিচিত। তাঁর সমর্থকরা কয়েক বছর ধরেই সিএসকের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে 'থালা ফর অ্যা রিজন' প্রচার চালাচ্ছেন। একাধিক ব্র্যান্ড আইপিএল মরশুমে 'থালা ফর অ্যা রিজন' ট্রেন্ড নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। গুগলও একটি মন কেড়ে নেওয়া পোস্টে ধোনিকে সম্মান জানিয়ে 'থালা ফর অ্যা রিজন' ট্রেন্ড-এ যোগ দিয়েছে।
Fifa official Page posted caption 'Thala for a Reason '.
Dhoni is huge 🔥#CristianoRonaldo#CR7#Thala#Dhoni#fifa#Ronaldo#MSDhonipic.twitter.com/LxElAMYDIn— Win Wonders (@memes_war_mw) June 18, 2024
আরও পড়ুন- গম্ভীরকে হেড কোচ করলেই মানতে হবে কড়া শর্ত, জয় শাহদের লিস্ট ধরালেন গৌতম, তুঙ্গে আলোচনা
Instagram post from the official "Fifa World Cup" handle.
- Thala is everywhere 🫡 pic.twitter.com/OvV7y34UHw— Johns. (@CricCrazyJohns) June 18, 2024
২০২৪ সালের আইপিএলে ধোনি আইপিএল থেকে অবসর নেবেন বলে শোনা যাচ্ছিল। এর আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ধোনির নেতৃত্বে সিএসকে পাঁচবার আইপিএল জিতেছে। যে রেকর্ড আইপিএলের ইতিহাসে একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে। ২০২৪ সালের আইপিএলে ধোনি ভারতীয় দলের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন। রুতুরাজের নেতৃত্বে এবারের আইপিএলে সিএসকে ১৪ ম্যাচে সাতটিতে জিতেছে। কিন্তু, প্লে-অফ পর্বে প্রবেশ করতে পারেনি। ১০ দলের টুর্নামেন্টে পঞ্চম স্থানে এবার দৌড় শেষ করেছে সিএসকে।