Advertisment

MS Dhoni-Adam Gilchrist: ধোনিকে সেরার সেরা স্বীকৃতি স্বয়ং গিলক্রিস্টের, গর্বে বুক চওড়া গোটা ভারতবাসীর

Australian wicketkeeper Adam Gilchrist: সাঙ্গাকারার আগেও ধোনি, বড় মন্তব্য করলেন গিলক্রিস্ট

author-image
IE Bangla Sports Desk
New Update
Adam Gilchrist, Wicket-Keeper, অ্যাডাম গিলক্রিস্ট, উইকেটরক্ষক, ধোনি

Adam Gilchrist-Wicket-Keeper: কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও ধোনি। (ছবি- টুইটার)

MS Dhoni, Adam Gilchrist: বিশ্বের সেরা তিন উইকেটরক্ষক ব্যাটারেরর নাম কি? অ্যাডাম গিলক্রিস্টকে অনেকেই বেছে নেবেন। কিন্তু, গিলক্রিস্টের মতে এই তালিকায় অবশ্যই থাকবে এমএস ধোনির নাম। গিলক্রিস্টের মতে তালিকায় দ্বিতীয় স্থানেই থাকবেন এমএস ধোনি। আর, তৃতীয় স্থানে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। আর, গিলক্রিস্ট মনে করেন তালিকায় একনম্বরে থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক রডনি মার্শ। তিনিই বিশ্বের সর্বকালের সেরা উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisment

অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট নিজে তাঁর রেকর্ড তৈরি করা কেরিয়ারের জন্য বিখ্যাত। তিনি নিজের নাম না করলেও বিশ্বের সেরা উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে তাঁর নাম উঠে আসে। এর পাশাপাশি, প্রায়শই দুইবারের বিশ্বকাপজয়ী এমএস ধোনি, এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার সঙ্গেও বিশ্বের সেরাদের তুলনা টানা হয়। তবে সেরা উইকেটরক্ষকের নাম জানতে চাওয়া হলে অপ্রত্যাশিত জবাব দিয়েছেন গিলক্রিস্ট।

সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে, গিলক্রিস্ট এমএস ধোনিকে বিশ্বের দ্বিতীয় সেরা উইকেটরক্ষক-ব্যাটার এবং কুমার সাঙ্গাকারাকে তৃতীয় সেরা বলে উল্লেখ করেছেন। তিনি সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক রডনি মার্শকে সর্বকালের সেরা উইকেটরক্ষক বলে মনে করেন বলেও জানিয়েছেন।

রডনি মার্শকে তাঁর আইডল হিসাবে বর্ণনা করে, গিলক্রিস্ট কিংবদন্তি অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের কায়দা অনুকরণ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। মাঠে ধোনি যেভাবে শান্ত থাকেন, তারও প্রশংসা করেছেন গিলক্রিস্ট। ঠান্ডা স্বভাবের জন্যই তিনি ধোনির প্রশংসা করেছেন। কুমার সাঙ্গাকারার বিষয়ে, গিলক্রিস্ট শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটারের ব্যতিক্রমী দক্ষতার কথা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সাঙ্গাকারা টপ অর্ডার ব্যাটিং থেকে উইকেট কিপিং পর্যন্ত সবদিক দিয়েই পারদর্শী।

আরও পড়ুন- জিম্বাবর! বাংলাদেশের বিপক্ষেও ‘সোনালি হাঁসের’ কলঙ্কের কীর্তি, লজ্জায় মাথা হেঁট বাবরের, দেখুন ভিডিও

ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি প্রসঙ্গেও মুখ খুলেছেন গিলক্রিস্ট। তিনি বলেছেন, ঘরের মাটিতে শক্তি প্রদর্শনের দায়িত্ব অস্ট্রেলিয়ার। এই বছরের শেষের দিকে ওই ট্রফির খেলা হতে চলেছে। সেখানে অস্ট্রেলিয়ান দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন গিলক্রিস্ট। গিলক্রিস্ট বলেছেন, 'অস্ট্রেলিয়া ঘরের মাটিতে বরাবরই শক্তিশালী। আবার, ভারতও জানে কীভাবে বিদেশে গিয়ে জিততে হয়। আর, সেই কারণেই আমার ধারণা ভালো লড়াই হবে। আশাকরি, অস্ট্রেলিয়া তাদের সেরাটা দিতে পারবে।'

MS DHONI Cricket News Indian Cricket Team Sri Lanka Cricket Team Australia Cricket Team
Advertisment