/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/HP-2-1.jpg)
ভক্তের সঙ্গে ধোনি। (ছবি-টুইটার)
টানা তিন ম্যাচে জয়। তারপরেই চেন্নাই সুপার কিংস মুখ থুবড়ে পড়েছে মুম্বইয়ের বিরুদ্ধে। মাণ্ডবী নদীর তীরে ধোনিদের হারানোর পরে অন্য ছবি অবশ্য ভাইরাল। ধোনিকে পরামর্শ দিয়েছেন এক বৃদ্ধা। এমনই এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হারের পরের ঘটনা। ওয়াংখেড়েতে এক প্রবীণা হাজির ছিলেন ধোনির খেলা দেখবেন বলে। ধোনি নিজের বয়স্কা ফ্যানকে হতাশ করেন নি। ম্যাচের পরেই সটান হাজির হয়েছেন তাঁর কাছে। সেখানেই ধোনিকে দেখা গিয়েছে ভদ্রমহিলার সঙ্গে বাক্যালাপ সারতে। তারপরে নিজের সিএসকে-র এক জার্সিতে সই করেন ধোনি। সেলফিও তুলেছেন মাহি।
There is no age limit for this superfandom! #WhistlePodu#Yellove ???????? pic.twitter.com/VkEVP05XgP
— Chennai Super Kings (@ChennaiIPL) April 4, 2019
আরও পড়ুন IPL 2019: ধোনির সামনেই হেলিকপ্টার শট মারলেন পাণ্ডিয়া
ধোনি সমর্থকদের সঙ্গে মিশে বারেবারেই খবরে এসেছেন। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, ধোনির সান্নিধ্য পাওয়া ভক্তদের তালিকা মোটেই কম নয়। সেই তালিকাতেই নবতম সংযোজন এই প্রবীণা।
A series of the #Yellove Peranbu! #Thala ????????! #WhistlePodu ???? pic.twitter.com/ZIC3e3f7RG
— Chennai Super Kings (@ChennaiIPL) April 4, 2019
ধোনির সঙ্গে ওই মহিলার সাক্ষাতের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় সিএসকে-র টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল। ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৩৩/৮-এর বেশি করতে পারে নি চেন্নাই। চলতি টুর্নামেন্টে সিএসকে-র বিরুদ্ধেই দ্বিতীয় জয়ের স্বাদ পেলেন রোহিতরা। সামগ্রিক হিসেবে, সমস্ত সংস্করণ মিলিয়ে এটা মুম্বইয়ের শততম জয়। কিন্তু এমন ঘটনাবহুল ম্যাচে হেরেও শিরোনামে ধোনি। প্রবীণা ভক্তের পরামর্শ কাজে লাগিয়ে ধোনি বাকি টুর্নামেন্টে কতটা সফল হন, সেটাই আপাতত দেখার।