অবশেষে শাপমোচন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১৭ বছর পর তারা চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) চিপক স্টেডিয়ামে পরাস্ত করেছে। শুক্রবার আয়োজিত IPL-এর এই ম্য়াচে আরসিবি ব্রিগেড ৫০ রানে জয়লাভ করে। রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রজত পতিদার ম্যাচজয়ী পারফরম্য়ান্স করেন। এই ম্য়াচে আরসিবি জয়লাভ করলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু উঠে এসেছেন মহেন্দ্র সিং ধোনি।
গত ম্য়াচে ধোনি যে ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন, তা নিয়ে কোনও কথা হবে না। তবে তিনি যে কেন ৯ নম্বরে ব্যাট করতে নামার সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তিনি রবীন্দ্র জাদেজা, এমনকী রবিচন্দ্রন অশ্বিনের পর ব্যাট করতে নামেন। চেন্নাই সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞরা ধোনিকে আরেকটু উপরের দিকে ব্যাট করার অনুরোধ জানিয়েছিলেন। অন্তত ৫-৬ ওভার যেন ধোনির বিধ্বংসী ব্যাটিং উপভোগ করা যায়। কিন্তু, শুক্রবার (২৮ মার্চ) তেমন দৃশ্য একেবারেই দেখতে পাওয়া যায়নি। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক যখন ব্যাট করতে নামলেন, সেইসময় ম্য়াচটা কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। আর সেকারণেই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বইতে শুরু করেছে মিমের বন্যা।
একনজরে দেখে নিন মিমের বহর
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মন্তব্য করেছেন, 'ধোনি যে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছে, এটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। দলের স্বার্থে এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়।'
তবে শুধুমাত্র ইরফান একা নন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একাধিক হাস্যকর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। একজন তো জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের একটি ভিডিও ক্লিপিংস শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, চেন্নাই সুপার কিংসের বাকি ব্যাটারদের মাঠে পাঠাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
একজন তো আবার লিখেছেন, 'ধোনি দুটো পরিস্থিতিতেই ব্যাট করতে আসেন। প্রথমত, যখন তাঁর দল ম্য়াচটা সম্পূর্ণ হেরে যায়। দ্বিতীয়ত, যখন তাঁর দলের জয় নিশ্চিত হয়ে যায়।'
ধোনিকে নিয়ে ছড়িয়ে পড়েছে আরও মিম:
এত হাসি-ঠাট্টার মধ্যেও কিন্তু ধোনি দুর্ধর্ষ ব্যাটিং করলেন। অভাবনীয় স্ট্রাইক রেটে তিনি মাত্র ১৬ বলে ৩০ রান করেন। হাঁকাতে শুরু করেন একের পর এক বাউন্ডারি। যদিও ততক্ষণে সিএসকে-র হাত থেকে ম্য়াচটা একেবারে বেরিয়ে গিয়েছিল।
তবে এই ম্য়াচে আরও একটি কারণে ধোনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। কার্যত আলোর চেয়েও দ্রুত গতিতে তিনি আরসিবি ওপেনার ফিল সল্টকে স্টাম্প আউট করেন। একইভাবে প্রথম ম্য়াচে তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও স্টাম্প আউট করেছিলেন। আজও উইকেটের পিছনে ধোনির কতটা ক্ষীপ্র, সেটা যেন প্রতি মুহূর্তে তিনি বুঝিয়ে দেন।