ধোনি শাস্তি দিতেন ক্রিকেটারদের। তা-ও আবার অভিনবভাবে। কীভাবে? সেটাই ফাঁস করলেন প্যাডি আপটন। জাতীয় দলের প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ। সদ্যই প্রকাশ করেছেন আত্মজীবনী বেয়ারফুট। সেখানেই টিম ইন্ডিয়া সম্পর্কে একাধিক বিষয় ফাঁস করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ। উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন
গৌতম গম্ভীরের মানসিক শক্তির বিষয়ে জানানোর পরে প্যাডি আপটন জানিয়েছেন ধোনির বিষয়ে। নিজের বইয়ে তিনি লিখেছেন, "যখন আমি টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হই, তখন অনিল কুম্বলে টেস্ট দলের অধিনায়ক। ধোনি ছিলেন সীমিত ওভারের ক্রিকেটের ক্যাপ্টেন। আমি জাতীয় দলের কাছে প্রস্তাব রেখেছিলাম, টিম মিটিং এবং অনুশীলনে সঠিক সময়ে হাজির হওয়াটা জরুরি। প্রত্যেকেই তাতে সম্মত হয়। বলা হয়, যদি কেউ নির্দিষ্ট সময়ে উপস্থিত না হতে পারেন, তাহলে কি আমরা হাল ছেড়ে দেব! প্লেয়ার ও আমাদের মধ্যে অনেক আলোচনা হয়। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের ভার অধিনায়কের উপরেই ছেড়ে দেওয়া হয়।"
এরপরেই প্যাডি আপটন ফাঁস করেছেন আসল তথ্য। অনিল কুম্বলে প্রথমে দেরি করলেই ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তবে ধোনি নেতৃত্বে অভিনবত্বের মতো এখানেও চমক দিয়েছিলেন। কী তা? "কুম্বলের বক্তব্য ছিল, দেরি করলেই সংশ্লিষ্ট ক্রিকেটারকে ১০ হাজার টাকা ফাইন করা হবে। তবে ওয়ান ডে টিমের সঙ্গে আলোচনার সময়ে ধোনি প্রস্তাব দেয়, দেরি করলে শাস্তি পেতেই হবে। তবে কোনও ক্রিকেটার দেরি করলে দলের প্রত্যেককেই জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা করে। তারপর থেকে কোনও ক্রিকেটার কখনও দেরি করেনি।"
ধোনি যে মাঠের মতো মাঠের বাইরের সিদ্ধান্তেও মাত করেছেন, তা আর ক'জন জানেন!