Advertisment

ধোনিই সেরা, কোহলিকে 'ঠুকে' জানিয়ে দিলেন রোহিত! রইল ভিডিও

২০০৭ সালে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ধোনির অধিনায়কত্বে। তার ঠিক চার বছর পরে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিশ্বকাপ জয় শ্রীলঙ্কাকে হারিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni Rohit Sharma and Virat Kohli

রোহিত শর্মা, বিরাট কোহলি ও ধোনি (টুইটার)

ধোনিই সেরা। ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন। বিরাটকে বার্তা দিয়েই এক চ্যাট শো-য়ে রোহিত শর্মা জানিয়ে দিলেন মনের কথা। ইউটিউবে কার্লি টেলস নামের এক ক্রিকেটের চ্যাট শোয়ে মনের কথা অকপট জানাতে গিয়ে হিটম্যান বলে দিলেন, "গোটা দেশ জানে ধোনি কেমন ক্যাপ্টেন! ধোনির কুল থাকার মানসিকতাই মাঠের মধ্যে অনেক ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে ওঁকে। এই কারণেই ও দেশের সবসময়ের সেরা অধিনায়ক। তিন ধরনের আইসিসি ট্রফির পাশাপাশি এতগুলো আইপিএল ট্রফি ওঁর শ্রেষ্ঠত্বকেই প্রমাণ করে।"

Advertisment

২০০৭ সালে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ধোনির অধিনায়কত্বে। তার ঠিক চার বছর পরে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিশ্বকাপ জয় শ্রীলঙ্কাকে হারিয়ে। ট্রেডমার্ক ছক্কা হাকিয়ে ধোনি দেশকে কাপ জিতিয়েছিলেন দীর্ঘ ২৩ বছর পরে। এরপরে ধোনির হাত ধরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডে জয়ী দলের শিরোপা পড়েছিল ভারত।

আরও পড়ুন এই সুন্দরীর সঙ্গেই নাকি প্রেমে মজে রবি শাস্ত্রী! ছবিতে ছবিতে রইল লাস্যময়ীর পরিচয়

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই আইপিএলেও নেতা ধোনির জয়জয়কার। তিনবার চ্যাম্পিয়ন করেছেন সিএসকে-কে। ধোনিকে কাছ থেকে দেখেছেন রোহিত শর্মা। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে হিটম্যান বলেছেন, "ভারতের অধিনায়কদের মধ্যে ধোনিই সর্বকালের সেরা। এর কারণ হল যে কোনও পরিস্থিতিতে ধোনির ঠাণ্ডা থাকতে পারার বিরল ক্ষমতা রয়েছে।"

ভিডিও দেখুন ১৫ মিনিট স্কিপ করে...

পাশাপাশি ধোনির নেতৃত্বের বৈশিষ্ট্য হল, নতুন প্রতিভাদের চিনে নেওয়ার ক্ষমতা। রোহিত জানাচ্ছেন এমনমটাই, "ওঁকে অনেক নতুন বোলারদের তুলে আনতে দেখেছি। চাপের সময়ে নতুনদের পাশে গিয়ে কাঁধে হাত দিয়ে ধোনি বোলারদের বোঝায় কোন বিষয়টি করা উচিত, কোনটি করা উচিত নয়।"

আরও পড়ুন অলিম্পিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ? গর্বের দিন বাঙালির

এরপরে রোহিতের সংযোজন, "যখন একজন তরুণ ক্রিকেটার দলের সিনিয়ার ক্রিকেটারের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে থাকে, তখন পারফর্ম করার বিষয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।"

ধোনি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে। আইপিএলে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে ফেরার পরিকল্পনা রয়েছে ক্যাপ্টেন কুলের। অন্যদিকে, রোহিত জীবনের সেরা ফর্মে রয়েছেন। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি২০তে দুরন্ত পারফর্ম করলেও শেষ ম্যাচে পায়ে চোট পেয়ে বাকি কিউয়ি সফর থেকে ছিটকে গিয়েছেন।

কিছুদিন আগেই বীরেন্দ্র শেওয়াগ কোহলির নেতৃত্বের সমালোচনা করেছিলেন নতুন তারকাদের সঙ্গে ভালভাবে ব্যবহার না করার জন্য। যদিও ধোনিকেও একই বন্ধনীতে রেখেছিলেন তিনি। তারপরেই রোহিত খুল্লমখুল্লা ধোনির সমালোচনা করে বার্তা দিলেন ক্যাপ্টেন কোহলিকেও, বলছে ক্রিকেট মহল।

Virat Kohli MS DHONI Rohit Sharma
Advertisment