Advertisment

IPL উপার্জনে সেরার সেরা ধোনি, কত আয়, জানলে চোখ কপালে উঠবে

সব মরশুম মিলিয়ে ধোনি শীর্ষে। আবার বিরাটের থেকে এগিয়ে রোহিত শর্মা। আইপিএলে প্রতিনিধিত্ব করে রোহিত শর্মার উপার্জন ১৩১ কোটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুধু নেতৃত্বের ক্যারিশমা কিংবা ক্রিকেটার নয়, আইপিএলে উপার্জনেও ধোনির ধারেকাছে কেউ নেই। আইপিএল থেকে বারো মরশুমে যত অর্থপকেটে পুরেছেন মাহি। তা আর কেউ পারেনি। সম্প্রতি এমনই এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

Advertisment

সেই প্রতিবেদনে বলা হয়েছে, ধোনি আইপিএলে খেলেই উপার্জন করেছেন ১৩৭ কোটি টাকারও বেশি। শুধু বেতন বাবদ পেয়েছেন এই অর্থ। প্রাইজ মানি, ম্যাচ সেরার পুরস্কার, ক্যাশ প্রাইজ বাদেই এই অর্থ পেয়েছেন তিনি। সেই হিসাবে আইপিএলের ইতিহাসে তিনিই সবথেকে বেশি দামি ক্রিকেটার।

আরো পড়ুন: মদের ঘোরে ইন্ডিয়ার গোপন তথ্য পাচার শাস্ত্রীর! ফাঁস করলেন চ্যাপেল

২০০৭ সালে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন তিনি দেশকে। তারপরেই প্রথমবার আইপিএলের নিলামে সবথেকে বেশি দাম পেয়েছিলেন তিনি- ১.৫ মিলিয়ন ডলার। সেই সময় এই পরিমাণ অর্থ চিন্তারও বাইরে ছিল।

২০০৮ সালে আইপিএলের ফাইনালে পৌঁছায় সিএসকে। ২০১০ আইপিএল চ্যাম্পিয়ন করেন দলকে। তারপরের বছরেই আবার বিশ্বকাপ জয়। প্রত্যেক বছরেই একের পর এক সাফল্যের মাইলস্টোন গড়েছেন তিনি। উত্তরোত্তর জনপ্রিয়তায় সিএসকেতে পাল্লা দিয়ে বেড়েছে বেতনের অঙ্কও। ২০০৮,২০০৯, ২০১০-এ সম সমপরিমান বেতন পেয়েছেন।

তবে ২০১১য় সিএসকেতে বেতন বেড়ে হয় ৮.৫ কোটি টাকা। ২০১৪ সালে ফার্স্ট চয়েস রিটেনশন ক্রিকেটারের ক্ষেত্রে ন্যূনতম বেতন স্থির করে ১২.৫ কোটি টাকা। সিএসকেতে ২০১৪, ২০১৫ সালে এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস-এ পরের দুই মরশুম এই পরিমাণ বেতন পেয়েছেন।২০১৮ সালে ফার্স্ট চয়েস রিটেনশন ক্রিকেটারের ক্ষেত্রে ন্যূনতম বেতন বেড়ে হয় ১৫ কোটি টাকা। সেই হিসাবে শেষ তিন মরশুম ৪৫ কোটি টাকা পেয়েছেন মাহি।

সব মরশুম মিলিয়ে ধোনি শীর্ষে। আবার বিরাটের থেকে এগিয়ে রোহিত শর্মা। এতদিন আইপিএলে প্রতিনিধিত্ব করে রোহিত শর্মার উপার্জন ১৩১ কোটি টাকা। রোহিতের ক্ষেত্রে এই অঙ্ক ১২৬ কোটি। প্রসঙ্গত, প্রথম সিজনে বিরাট কোহলি আনক্যাপড প্লেয়ার হিসাবে আরসিবিতে যোগ দেন মাত্র ১২ লাখ টাকায়। পরের দুই মরশুমেও এই বেতন পেয়েছেন। তারপরে আন্তর্জাতিক স্তরে পরিচিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

MS DHONI IPL
Advertisment