/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/MS-Dhoni-Kuldeep-Yadav-And-Others-Enjoy-Scenic-Route-To-Tauranga.jpg)
নিউজিল্যান্ডের নিসর্গে মুগ্ধ ধোনিরা (ছবি- টুইটার/কুলদীপ)
ধোনি-কোহলিরা ছিলেন নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উপকূলবর্তী শহর নেপিয়ারে। ওখানকার ম্যাকলিন পার্কে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচ খেলেছিলেন তাঁরা। এবং আট উইকেটে জিতেই পাঁচ ম্য়াচের ওয়ান-ডে সিরিজের শুভারম্ভ করে টিম ইন্ডিয়া।
ভারতের পরের স্টেশন মাউন্ট মঙ্গানুই। এটিও নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি শহর। আগামী ২৬ ও ২৮ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান-ডে ম্যাচ দু'টি হবে। তারপর টিম রওণা দেবে হ্যামিলটনের উদ্দেশ্যে।
আরও পড়ুন: India vs New Zealand 2019 Schedule: কবে-কোথায় আর কখন দেখবেন ম্যাচ!
Enroute Tauranga #traveldaypic.twitter.com/8u9KTRh8zT
— Kuldeep yadav (@imkuldeep18) January 24, 2019
নিউজিল্যান্ডের নিসর্গে মুগ্ধ ধোনিরা। ম্যাকলিন পার্ক থেকে সড়ক পথে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় লাগে মাউন্ট মঙ্গানুইতে। তরঙ্গার শহরতলিতে আসার পথে খানিক ব্রেক নিলেন ধোনি-কুলদীপ যাদবরা। তাঁরা যে সেদেশের প্রকৃতির শোভা উপভোগ করছেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। প্রথম ওয়ান-ডে'র নায়ক কুলদীপের টুইটারই সেকথা বলছে। কুলদীপ জানালেন যে, তাঁরা তরঙ্গার পথে। #travelday বলেই সতীর্থ ধোনি, আম্বাতি রায়াডু, যুজবেন্দ্র চাহাল ও কেদার যাদবের সঙ্গে ছবি শেয়ার করলেন।
অন্যদিকে হ্যামিলটনে আর বিরাট কোহলিকে পাবে না টিম ইন্ডিয়া। সিরিজের শেষ দু'টি ওয়ান-ডে ম্যাচ ও এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন না তিনি। ক্যাপ্টেনকে পর্যাপ্ত বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত বোর্ডের। বিরাটের পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন উঠবে রোহিত শর্মার হাতে। কোহলিকে ফের দেশের জার্সিতে দেখা যাবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।