Advertisment

সাদা দাড়িতে এ কী হাল ধোনির! দিনভর আলোচনায় 'বৃদ্ধ' তারকা

আইপিএলের প্রস্তুতিতে চেন্নাইয়ের ক্যাম্পেও গিয়েছিলেন ধোনি। সেখানে নেটে পুরোনো ফর্মেই পাওয়া গিয়েছে সুপারস্টারকে। একথা জানিয়েছিলেন রায়নাই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহেন্দ্র সিং ধোনি কি বৃদ্ধ হইয়াছেন? সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শনিবার সারাদিন এই খবর নিয়ে সরগরম থাকলেন।

Advertisment

ঢিলেঢালা গোলগলা টিশার্ট এবং এক গাল পাকা দাড়ি নিয়ে নতুন চেহারায় আবির্ভূত মাহি। সাধারণত, স্যোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না তিনি। তাঁর যাবতীয় আপডেট দেন ফ্যানদের অথবা স্ত্রী-র ইনস্টাগ্রাম পেজে।

তেমনই একটি ভিডিও শেয়ার করেছিলেন স্ত্রী সাক্ষী। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি নিজের পোষ্যের সঙ্গে বাড়ির লনে খেলছেন। সেখানেই ভক্তরা চমকে গিয়েছেন পাকা দাড়ি নিয়ে হাজির হওয়া ধোনিকে দেখে।

অনেকেই বলছেন, সত্যি বয়স ছাপ ফেলেছে ধোনির মধ্যে। অনেকটাই বুড়িয়ে গিয়েছেন তিনি। তবে এর পাল্টা অনেকেই বলেছেন, ধোনি এখনও যথেষ্ট ফিট। লকডাউনে শেভ করতে না পারতেই ধোনির গালে দেখা গিয়েছে শ্বেতশুভ্র কেশরাশি। ধোনির দাড়ি আগেই পেকে গিয়েছিল। লকডাউনের কারণেই হয়তো শেভ করতে পারেন নি মহাতারকা।

View this post on Instagram

#runninglife post sunset !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

যাই হোক, ধোনির এমন চেহারা যে সবাইকেই অবাক করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেন নি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সে পথে হাঁটেন নি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৬ মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। নির্বাচকরা একাধিকবার ভবিষ্যতের কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএল-এ পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল।

সেই জন্যই আইপিএলের প্রস্তুতিতে চেন্নাইয়ের ক্যাম্পেও গিয়েছিলেন। সেখানে নেটে পুরোনো ফর্মেই পাওয়া গিয়েছে সুপারস্টারকে। একথা জানিয়েছিলেন সতীর্থ সুরেশ রায়নাই।

তবে এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আইপিএল বিশ বাঁও জলে। বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই ১ লক্ষের কাছাকাছি লোক মারা গিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। প্রায় ১.৫ মিলিয়ন (১৫ লক্ষ) মানুষ এখনও লড়াই করছেন ভাইরাসে আক্রান্ত হয়ে। এমন অবস্থায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। সুতরাং পিছিয়ে গিয়েছে ধোনির প্রত্যাবর্তনও।

Read in English

IPL MS DHONI
Advertisment