মাঠে তিনি 'ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল' নামে পরিচিত। কঠিন হোক বা অনুকূল পরিস্থিতি। কখনই নিজের প্রতিক্রিয়া সহজে ব্যক্ত করেন না তিনি। এই কারণেই ক্রিকেট বিশ্বে তাঁকে বলা হয় 'মিস্টার কুল'। সেই মহেন্দ্র সিং ধোনিই নিজের মেজাজ হারিয়েছিলেন। তাও আবার সতীর্থদের সামনে।
এমনটাই জানিয়েছেন, জাতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। সম্প্রতি সঞ্চালক যতীন সাপ্রুর ক্রিকেট শো 'আসাপ উইথ জেসপ'- এ এসে কুলদীপ জানিয়ে দিলেন, মাচের মাঝেই একবার ধোনি নিজের মেজাজ হারিয়ে ফেলেছিলেন।
কানপুরে নিজের বাড়িতে আপাতত ঘরবন্দি রয়েছেন কুলদীপ। সেখান থেকেই তিনি জানালেন, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে ধোনি কেমনভাবে রেগে গিয়েছিলেন।
ইন্দোরে সেই ম্যাচে বাউন্ডারি বেশ ছোট ছিল। ক্রিজে ব্যাটিং করছিলেন কুশল পেরেরা। ২৪ বছরের তারকা স্পিনার জানান, "কুশল পেরেরা কভার দিয়ে একটা বল বাইন্ডারিতে ফেলেছিল। ধোনি ভাই উইকেটের পিছন থেকে ফিল্ডিং পরিবর্তনের কথা বলেছিল। ধোনির পরামর্শ শুনিনি আমি। তার পরের বলেই রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকায় কুশল।"
তারপরেই রাগে ফেটে পড়েছিলেন মাহি ভাই। "বিরক্ত হয়ে ধোনি আমার কাছে আসে। তারপরেই আমাকে বলে, 'আমি পাগল নাকি? ৩০০র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছি। তারপরেই তুই আমার কথা শুনছিস না!"
সেই ঘটনা স্মরণ করে কুলদীপের আরো সংযোজন, "ধোনিকে নিয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। ম্যাচের পর বসে যাওয়ার সময় মাহিভাইকে জিজ্ঞাসা করেছিলাম, রাগ করেছে কিনা। ও বলেছিল, ২০ বছর ক্রিকেটে রাগ করিনি।"
ঘটনাচক্রে, সেই ম্যাচেই সেই এপিসোডের পর ধোনির পরামর্শে ফিল্ডিং সাজিয়ে উইকেট পেয়েছিলেন কুলদীপ। সেই ম্যাচে ৪ ওভারের কোটায় ৫২ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। রোহিতের ৩৫ বলে শতরানে ভর করে ৮৮ রানে শ্রীলঙ্কাকে হারায় ভারত।