চেন্নাই সুপার কিংস দলের এক সঙ্গে হৃদয় ও মস্তিষ্ক মহেন্দ্র সিং ধোনি। আর সেই ধোনিরই ৩৯ তম জন্মদিনে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দিলেন, আগামী দশ বছরের মধ্যে ধোনি যদি পুরো সিএসকের বস না হতে পারেন, তাহলে তিনি কিছুটা অবাকই হবেন।
মনহলবারেই অনাড়ম্বরে ৩৯ তম জন্মদিন পালন করেছেন ধোনি। একান্তে, নিজের পরিবারের সঙ্গে। দলের একনম্বর সুপারস্টারের জন্মদিন তাই স্মরণীয় করে রাখতে একটুও কার্পণ্য করেনি সিএসকে। তাদের প্রিয় 'থালা' যার অর্থ নেতা, ধোনির জন্মদিন জামজমকে পালন করে থাকে আইপিএলের তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি।
স্টার স্পোর্টস ওয়ান তামিল শো - এ সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দেন, "আর দশ বছরের মধ্যেই আমার মনে হয় পুরো চেন্নাই সুপার কিংসই ধোনির হয়ে যাবে। সিএসকের বস হয়ে উঠবে ও।" আইপিএলের জন্মলগ্ন থেকেই ধোনি চেন্নাইয়ে। ক্যাপ্টেন কুলের নেতৃত্বে প্রতিবারেই শেষ চারে যোগ্যতা অর্জন করেছে হলুদ জার্সির ফ্র্যাঞ্চাইজি। মাঝে দু বছর যদিও গড়াপেটা মামলায় জড়িয়ে দু বছর নির্বাসনে যেতে হয় সিএসকেকে।
কাশি বিশ্বনাথন এদিন আরো জানালেন কীভাবে ধোনি 'থালা' হয়ে উঠলেন, "আমি বলতে পারি ধোনি দলের থেকে সেরাটা বের করে আনতে পারে অবলীলায়। যে কোনো ক্রিকেটারের কাছ থেকে সেরাটা বের করার ক্ষমতা রয়েছে ওঁর। এই কারণেই আমরা ওঁকে থালা বলে থাকি।"
কাশী বিশ্বনাথনের কথা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সিএসকের বস এন শ্রীনিবাসনের বেশ ঘনিষ্ট তিনি। এখন দেখার, ধোনি খেলা ছেড়ে দেওয়ার পর সিএসকের কোচিং নাকি প্রশাসনে নাম লেখায়।