MS Dhoni: আইপিএলের 'বুড়ো ঘোড়া', এখনও ৩ রেকর্ড ভাঙতে পারেন মহেন্দ্র সিং ধোনি

আইপিএল ইতিহাসে সর্বাধিক ক্যাচের রেকর্ড মহেন্দ্র সিং ধোনির ঝুলিতেই রয়েছে। এখনও পর্যন্ত তিনি ২৬৪ ম্যাচে ১৯০ ক্যাচ ধরেছে। পাশাপাশি ৪২ স্টাম্পিংও করেছেন।

আইপিএল ইতিহাসে সর্বাধিক ক্যাচের রেকর্ড মহেন্দ্র সিং ধোনির ঝুলিতেই রয়েছে। এখনও পর্যন্ত তিনি ২৬৪ ম্যাচে ১৯০ ক্যাচ ধরেছে। পাশাপাশি ৪২ স্টাম্পিংও করেছেন।

author-image
Koushik Biswas
New Update
MS Dhoni IPL

MS Dhoni Record: মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট সমর্থকদের এই নামের সঙ্গে আলাদা করে পরিচয় করানোর কোনও দরকার নেই। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটই নয়, আন্তর্জাতিক স্তরেও অন্যতম শক্তিশালী স্তম্ভ তিনি। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর গ্রহণ করলেও, ক্রিকেটের প্রতি আজও তাঁর ভালবাসা রয়ে গিয়েছে। আর সেকারণেই আরও একটা আইপিএল মরশুম খেলবেন বলে মনস্থির করে ফেলেছেন ক্যাপ্টেন কুল। 

Advertisment

এবারের আইপিএল মরশুমে ধোনির সামনে বেশ কয়েকটি রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। অনেকেই বলছেন, এটাই নাকি ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। কিন্তু, ধোনির মনে যে কী চলছে, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। হতে পারে, আরও কয়েকটা আইপিএল মরশুম অনায়াসে খেলবেন তিনি। তবে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এই তিনটে রেকর্ড ভাঙতে পারেন মাহি।

উইকেটকিপার হিসেবে ২০০ ক্যাচের রেকর্ড

আইপিএল ইতিহাসে সর্বাধিক ক্যাচের রেকর্ড মহেন্দ্র সিং ধোনির ঝুলিতেই রয়েছে। এখনও পর্যন্ত তিনি ২৬৪ ম্যাচে ১৯০ ক্যাচ ধরেছে। পাশাপাশি ৪২ স্টাম্পিংও করেছেন। এই মরশুমে ধোনি যদি আরও ১০ ক্যাচ ধরতে পারেন, তাহলে আইপিএল ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ ক্যাচ তালুবন্দির রেকর্ড গড়বেন তিনি। এই তালিকায় ধোনির ঠিক পরেই রয়েছে ঋষভ পন্থের নাম। যদিও ঋষভ মাত্র ৯৫ ক্যাচই ধরেছেন। ধোনির রেকর্ড স্পর্শ করতে হলে, পন্থকে এখনও অনেকটা রাস্তা এগিয়ে আসতে হবে।

Advertisment

সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি

আইপিএল টুর্নামেন্টে সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরি করার হাতছানি মহেন্দ্র সিং ধোনির সামনে রয়েছে। এখনও পর্যন্ত এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে রয়েছে। সালটা ছিল ২০১৩। গিলি ৪১ বছর ১৮১ দিনের মাথায় অপরাজিত ৮৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। বর্তমানে ধোনি ৪৩ বছর বয়সে পা রেখেছেন। এই বছর তাঁর ব্যাট থেকে যদি একটি অর্ধশতরান বেরিয়ে আসে, তাহলে গিলক্রিস্টের রেকর্ড তিনি অনায়াসে ভেঙে ফেলতে পারবেন। আইপিএল টুর্নামেন্টে ধোনি যখন শেষবার হাফসেঞ্চুরি করেছিলেন, সেইসময় তাঁর বয়স ছিল ৪০ বছর ২৬২ দিন। তবে এই রেকর্ডটি ভাঙতে গেলে ধোনিকে অনেকটা উপরের দিকে ব্যাট করতে হবে। 

চেন্নাই সুপার কিংসের সর্বাধিক রান স্কোরার

আইপিএল ইতিহাসে চেন্নাই সুপার কিংসের সর্বাধিক রান স্কোরার হিসেবেও নাম লেখাতে পারেন মহেন্দ্র সিং ধোনি। এখনও পর্যন্ত ধোনির ব্যাট থেকে মোট ৪,৬৬৯ রান বেরিয়ে এসেছে। কিন্তু, সুরেশ রায়নার থেকে তিনি এখনও পর্যন্ত ১৮ রান পিছনে রয়েছেন। এই মরশুমে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচেই তিনি রায়নার রেকর্ড ভেঙে ফেলতে পারেন। উল্লেখ্য, ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের হাত ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল কেরিয়ারের গোধূলিবেলাও যে তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

IPL CSK MS DHONI Chennai Super Kings