চলতি বছরেই অস্ট্রেলিয়ায় বসছে টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের দলে থেকেই বাদ পড়লেন ধোনি, ধাওয়ান। বিশ্বকাপের আগে নির্বাচকরা মোটেই এই স্কোয়াড ঘোষণা করেননি। লক্ষ্মণ নিজের পছন্দের ১৫ জন ক্রিকেটারের স্কোয়াড বানিয়েছেন। যাঁদের তিনি চান অস্ট্রেলিয়ায় গিয়ে ঝলমলে পারফরম্যান্স মেলে ধরুক সংক্ষিপ্ততম ক্রিকেটের ফর্ম্যাটে।
লক্ষ্মণের সেরা পনের জনের স্কোয়াডেই ঠাঁই পেলেন না ধোনি, ধাওয়ান। ভারত-শ্রীলঙ্কার সিরিজে ধারাভাষ্য করার সময়ে লক্ষ্মণ প্রকাশ্যেই নিজের ১৫ ক্রিকেটারের নাম জানিয়ে দেন। সেই তালিকায় রয়েছেন রোহিত, হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারাও। যাঁরা আবার চলতি শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না।
আরও পড়ুন বেসামাল হয়ে তরুণীর উপরে গাড়ি! থানায় তারকা ক্রিকেটারের পুত্র
ধোনির অবসর নিয়ে জল্পনা বিশ্বকাপের পর থেকে। ইংল্যান্ডে বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়ের পরে ধোনি জাতীয় দলের জার্সিতে আর খেলেননি। মাঝে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে এসেছেন কাশ্মীরে। ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে আসার পরে দেশের মাটিতেই খেলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের পরেই অস্ট্রেলিয়া সিরিজ। তারপরে নিউজিল্যান্ড সফর শেষে আইপিএল। ধোনি ফের কবে জাতীয় দলের জার্সিতে খেলবেন, তা জানেন না কেউই। বিভিন্ন ক্রিকেটার, বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিয়ে চলেছেন।
Congrats Team India on the comprehensive win. Outstanding performance from the bowling unit on a placid wkt. Great to see the way Navdeep Saini is growing in confidence. #INDvSL
— VVS Laxman (@VVSLaxman281) 7 January 2020
জানা গিয়েছিল, ধোনি কিউয়ি সফরেই জাতীয় দলের জার্সিতে ফিরবেন। তাঁর লক্ষ্য বিশ্বকাপে খেলা। তবে লক্ষ্মণ নিজের স্কোয়াডে ধোনির বদলে ঋষভ পন্থের উপরেই ভরসা রেখেছেন।
আরও পড়ুন তিন মাস নির্বাসনে কেকেআর স্পিনার! আইপিএলের আগেই চাপে নাইটরা
ইন্দোরে দ্বিতীয় টি২০তে ভারতের জার্সিতে দুরন্ত পারফর্ম করেছেন দুই তরুণ পেসার শার্দুল ঠাকুর ও নভদীপ সাইনি। এই দুই বোলারকেও রাখা হয়েছে লক্ষ্মণের স্কোয়াডে। তবে শ্রীলঙ্কা সিরিজে খেললেও স্পিনার ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াডে রাখেননি ভেরি ভেরি স্পেশ্যাল ক্রিকেটার।
এই স্কোয়াড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে একাধিক ক্রিকেট মহলে। ধাওয়ানকে কোন যুক্তিতে বাদ দিলেন লক্ষ্মণ, তা অবশ্য জানাননি তিনি।
লক্ষ্মণের পছন্দের ১৫ জনের স্কোয়াড- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মণীশ পাণ্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার।
Read the full article in ENGLISH