MS Dhoni on Rohit Sharma vs Virat Kohli debate: কে বেশি বড়মাপের খেলোয়াড়, বিরাট কোহলি নাকি রোহিত শর্মা। এই বিতর্ককে চরম বুদ্ধিমত্তায় সামলালেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ভারতীয় দলের দুই কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার বদলে জসপ্রিত বুমরাহকে বর্তমানে তাঁর প্রিয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে তাঁর অবসর সময় এখন উপভোগ করছেন ধোনি। ২০২৪ মরশুমের পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট থেকেও তিনি দূরে সরে যেতে পারেন। গৌতম গম্ভীর যুগে টিম ইন্ডিয়া যখন শ্রীলঙ্কা সফর করছে, তখন এক অনুষ্ঠানে ধোনি উপস্থিত ছিলেন। সেখানেই প্রাক্তন ভারতীয় অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলের সেরা তারকা এখন কে কোহলি না রোহিত? জবাবে ধোনি বুমরাহর নাম করেন।
কেন রোহিত কোহলির বদলে তিনি বুমরাহকে বেছে নিলেন? বুমরাহ ছাড়া কি বর্তমানে ভারতীয় দলে বিশ্বমানের পেসার নেই? এই সব প্রশ্নেও নিজের মত খোলাখুলি জানিয়েছেন প্রাক্তন চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক ধোনি। তিনি বলেছেন, 'বুমরাহই আমার বর্তমানে ফেভারিট খেলোয়াড়। বুমরাহ থাকায় বোলার বাছাই করা সহজ। ব্যাটার বাছাই করা কঠিন। কারণ, আমাদের বেশ কিছু ভালো ব্যাটার আছে। তার মানে অবশ্য এই নয় যে আমাদের বোলাররা ভালো না। ব্যাটারদের মধ্যে একজনকে বাছাই করা কঠিন। কারণ, আমি যাকে ব্যাটিং করতে দেখি, তাঁকে সেরা মনে হচ্ছে। কিন্তু তারপরেই আমি যখন আরেকজনকে ব্যাট করতে দেখছি, তাকেও সেরাই লাগছে। যতক্ষণ না টিম ইন্ডিয়া দুর্দান্ত কিছু করছে, আমি সেরা খেলোয়াড় হিসেবে কোনও ব্যাটারকে বেছে নিতে চাই না। আমি আশা করব, তাঁরা রান করতে থাকবে। যাইহোক, আমি আমার পছন্দ হিসেবে একজন বোলারকেই সেরা হিসেবে বেছে নিয়েছি।'
টি২০ বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন। প্রতিভার বিচ্ছুরণ ঘটানো। বুমরাহকে প্রায়শই আধুনিক যুগের অন্যতম সেরা বোলার হিসেবে ডাকা হয়। স্পিডস্টার বুমরাহ, রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ক্যারিবিয়ানের পিচে আইসিসি টি২০ বিশ্বকাপ জিতছে বিরাট সহায়তা করেছে। ২০০৭ সালে ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াও আইসিসি টি২০ বিশ্বকাপ জিতেছিল। এবারের ট্রফিতে বুমরাহ একাই যেন একশো হয়ে উঠেছিলেন। বুমরাহকে সেই জন্য টি২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন- পার্থ জিন্দালের সঙ্গে প্রকাশ্যেই দ্বিমত শাহরুখের! আইপিএল নিলাম নিয়ে উঠে গেল ঝড়
রোহিত শর্মার টিম ইন্ডিয়ার হয়ে বুমরাহ টি২০ বিশ্বকাপে ৮.২৬ গড়ে ১৫টি উইকেট নিয়েছেন। কোহলির পর তিনিই দ্বিতীয় ভারতীয়, যিনি আইসিসি ইভেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। ভারত বর্তমানে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে। সেখানে সাদা বলের টি২০ এবং একদিনের সিরিজ, দুটোতেই ২৯ বছর বয়সী বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় স্পিড মার্চেন্ট টি২০ বিশ্বকাপের পর থেকে এশিয়ান জায়ান্টদের হয়ে আর খেলেননি। এই পরিস্থিতিতে বুমরাহ, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) সময় জাতীয় দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।