MS Dhoni CSK: অনেক আশা ছিল। ছেলের হাত ধরেই হয়ত জয়ের সরণীতে ফিরবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর সেকারণেই শনিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনির বাবা-মা। সঙ্গে ছিলেন মাহির স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভাও। কিন্তু, মনের সাধ অপূর্ণই থেকে গেল। দিল্লি ক্যাপিটালসের (Chennai Super Kings vs Delhi Capitals live updates) বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে চেন্নাই সুপার কিংস ২৫ রানে হেরে গেল। শুধু তাই নয়, হারের হ্যাটট্রিকের পর চেন্নাইয়ের মুখে চুনকালি পড়েছে।
আশা করা হয়েছিল, এই ম্য়াচে হয়ত রুতুরাজ গায়কোয়াড় খেলবেন না। পাশাপাশি শোনা যাচ্ছিল, এই ম্য়াচে মহেন্দ্র সিং ধোনি নাকি অধিনায়কত্ব করতে পারেন। কিন্তু, তেমনটা হল না। শনিবার রুতুরাজই টস করতে আসেন। আর সেইসঙ্গে চেন্নাই সমর্থকদের হৃদয় আরও একবার ভেঙে যায়।
তবে এই ম্য়াচটা ধোনির কাছে যথেষ্ট স্পেশাল ছিল। কারণ তাঁর বাবা পান সিং ধোনি এবং মা দেবকী দেবী মাঠে এসেছিলেন। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে ধোনি যুক্ত হওয়ার পর থেকে এই প্রথমবার তাঁরা মাঠে খেলা দেখতে এলেন।
দর্শক আসনে দেখতে পাওয়া যায় ধোনির স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভাকেও। যদিও তাঁরা মাঝেমধ্যে চেন্নাইয়ে মাহির খেলা দেখতে আসেন। এই ম্যাচে ধোনি ২৬ বলে অপরাজিত ৩০ রান করেন। কিন্তু, ধোনি বলতে যে তাণ্ডবের সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকরা পরিচিত, সেটা একেবারে দেখতে পাওয়া গেল না।
IPL 2025 : ম্যাচের শেষে কী বললেন রুতুরাজ গায়কোয়াড়?
ম্য়াচের (CSK vs DC) শেষে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বললেন, 'আজও আমরা জিততে পারলাম না। শেষ তিনটে ম্য়াচে কোনওকিছুই যেন ঠিক হচ্ছে না। আমরা তিনটে ডিপার্টমেন্টে নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু, প্রত্যেকটা ম্য়াচে পাওয়ারপ্লে আমাদের উদ্বেগের কারণ হয়ে উঠছে। সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'দ্বিতীয় ম্য়াচ থেকেই আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি। ভুল শোধরানোর চেষ্টাও করেছি। কিন্তু, শেষপর্যন্ত কোনও লাভ হয়নি। আমার মনে হয়, কোনও বিষয় নিয়ে আমরা অতিরিক্ত চিন্তাভাবনা করছি। পাওয়ারপ্লে চলাকালীন কে বল করতে আসবে, তা নিয়ে অযথা রক্তচাপ বাড়াচ্ছি। এই কঠিন সময়ে আমাদের একজোট হয়ে খেলতে হবে। তাহলেই সাফল্য আসবে। এমনকী, এই ম্য়াচে শিবম দুবে যখন ব্যাট করছিলেন, সেইসময়ও ভেবেছিলাম যে এই ম্য়াচটা হয়ত জিততে পারব। কিন্তু, তারপর আর হল না।'