Advertisment

IPL 2018, CSK vs DD: অস্থায়ী ঘর বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে ভুললেন না ধোনি

IPL 2018, CSK vs DD: খেলার পরেও স্রেফ কৃতজ্ঞতা জানাতে মাঠে ফিরেছিলেন মাহি। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে চেন্নাইয়ের অস্থায়ী ঘর বানিয়ে দেওযার জন্য ধন্যবাদ জানাতে ভুললেন না ধোনি।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni Plans Special Parting Gift for Pune Groundsmen After Chennai Super Kings Play Last 'Home' Game

IPL 2018,CSK vs DD: অস্থায়ী ঘর বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে ভুললেন না ধোনি

রবিবার আইপিএলে লিগের ফাইনাল ম্যাচ খেলে ফেলল চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে হাসি মুখে মাঠ ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু খেলার পরেও স্রেফ কৃতজ্ঞতা জানাতে মাঠে ফিরেছিলেন মাহি। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে চেন্নাইয়ের অস্থায়ী ঘর বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে ভুললেন না ধোনি।

Advertisment

দু’বছর পর আইপিএলে ফিরেও স্বস্তি পায়নি সিএসকে। কাবেরী আন্দোলনের জেরে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচের পর আর খেলা হয়নি ধোনিদের। এরপর সিএসকে-র ভেন্যু বদলে যায়। হলুদ জার্সিধারীরা চলে আসেন পুণেতে। ধোনিরা এখানে ছ-টি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচেই জয় পেয়েছেন। এখানকার গ্রাউন্ডসম্যানদের দুরন্ত কাজ দেখে মুগ্ধ টিম সিএসকে। ম্য়াচের পর চেন্নাইয়ের পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের হাতে ২০ হাজার টাকা করে দিলেন ধোনি। এছাড়াও সবাইকে একটি করে বাঁধানো ছবি দিলেন। সে ছবিতে ধোনির সঙ্গে দেখা যাচ্ছে গ্রাউন্ডসম্যানদের।

আরও পড়ুন, আইপিএল ২০১৮: জন্মদিনে রায়নার মেয়ের জন্য গান গাইলেন ধোনি

পাঞ্জাবের বিরুদ্ধে  টস জিতে বোলিং নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। রবিচন্দ্রন অশ্বিনের দল ১৯.৪ ওভারে ১৫৩ তোলে। মনোজ তিওয়ারি (৩৫) ও করুণ নায়ার (৫৪) রান পেলেন। চেন্নাইয়ের হয়ে এদিন চার উইকেট নিলেন লুঙ্গি এনগিডি। জবাবে শুরুর দিকে সিএসকে উইকেট হারাতে থাকে ঠিকই। কিন্তু সুরেশ রায়না এসে ম্যাচে রাশ নিজের হাতে নিয়ে নেন। ৪৮ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। দীপক চাহারও ২০ বলে ৩৯ করে ম্যাচ জেতাতে অবদান রাখেন।

MS DHONI CSK IPL 2018 KXIP
Advertisment