Advertisment

MS Dhoni: হাফপ্যান্টের বন্ধু এখনও রয়েছেন বুকে! প্রিয় ছোটুভাইয়ের জিগরা ভরাল ধোনির ছোট্ট এই কাজ

MS Dhoni bat sticker Prime Sports : গত বছরই মাহির সৌজন্যে ট্রফি পেয়েছিল চেন্নাই সুপার কিংস। গত বছর হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে মহারথীর। ভাবা হয়েছিল হয়ত ট্রফি জিতেই আইপিএলকে বিদায় জানাবেন তিনি। তবে সমস্ত ক্রিকেট অনুরাগীদের খুশির খবর জানিয়ে দিয়েছিল সিএসকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, Dhoni bat, ipl 2024

MS Dhoni bat: অনুশীলনে সেই ব্যাট নিয়ে ধোনি (টুইটার)

IPL 2024, CSK: প্ৰথমে দুর্গাপুজো। তারপর দুগ্গা দুগ্গা করে অনুশীলনে নেমে পড়া- আইপিএলের জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর ধোনির সৌজন্যেই হঠাৎ করেই আলোচনায় আইপিএল। ক্রোড়পতি ক্রিকেট টুর্নামেন্ট এখনও বাকি বেশ কয়েক সপ্তাহ। রোহিত-হার্দিক ইস্যু বাদ দিয়ে আইপিএল কোনওভাবেই এখন আলোচনার শীর্ষে পৌঁছয়নি। তবে ধোনির সৌজন্যে আইপিএল হঠাৎ-ই ট্রেন্ডিং। আর এর নেপথ্যে মাহির ছোট্ট এক স্টান্ট। কী করলেন?

Advertisment

অনুশীলনে ধোনির ছবি হঠাৎ-ই ভাইরাল। আর কিছুই নয়, ধোনির ব্যাটে চিরাচরিত স্পোর্টস সরঞ্জাম সংস্থার লোগোর বদলে দেখা গেল প্রাইম স্পোর্টস (Prime Sports)। কী এই প্রাইম স্পোর্টস? এটি আদতে কোনও ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার লোগো নয়, বরং প্রাইম স্পোর্টস ধোনির বন্ধুর দোকান (Paramjit Singh)। যেখানে যাবতীয় স্পোর্টস সরঞ্জাম পাওয়া যায়।

আরও পড়ুন: ইংরেজ তারকার কুনজরে ধোনির স্ত্রী! ১১ বছরের পুরনো রসালো মন্তব্য ঝড় তুলল আবার

ধোনির বায়োপিকেও সেই বন্ধু পরমজিৎ সিংকে দেখা গিয়েছিল। সেই বন্ধুর ভূমিকা মাহির কেরিয়ারে কতটা সেই সিনেমার সৌজন্যে সকলেই জানেন। পরমজিৎ সিংকে ধোনি ডাকেন ছোটু ভাইয়া বলে। তিনি ধোনিকে তাঁর প্ৰথম স্পনসর এনে দিয়ে আর্থিক সমস্যা কিছুটা মিটিয়েছিলেন। খ্যাতির চূড়ায় পৌঁছেও ধোনি ভোলেননি পুরোনো বন্ধুকে। তাই ব্যাটে স্টিকার লাগিয়ে বন্ধুর দোকানের প্রমোশন করলেন মহাতারকা।

গত বছরই মাহির সৌজন্যে ট্রফি পেয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০২৩-এ হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে মহারথীর। ভাবা হয়েছিল হয়ত ট্রফি জিতেই আইপিএলকে বিদায় জানাবেন তিনি। তবে সমস্ত ক্রিকেট অনুরাগীদের খুশির খবর জানিয়ে দিয়েছিল সিএসকে। বলে দেওয়া হয়, ধোনি ২০২৪ আইপিএল-এ অংশ নেবেন। আর আইপিএলের জন্য রাঁচিতে কড়া অনুশীলনে নেমে পড়েছেন ধোনি।

আরও পড়ুন: ধোনিকে এই পকেটে রাখি, প্রকাশ্যেই মাহিকে চরম অপমান পিটারসেনের! শুনেই ফুঁসলেন জাহির

জল্পনা রয়েছে ধোনি এবারই হয়ত আইপিএলকে টাটা বলে দেবেন। তবে নিজের শেষ আইপিএল রাঙিয়ে যেতে চান তিনি। সেই জন্যই ট্রফি জিততে বদ্ধপরিকর তিনি। পাঁচবার আইপিএল জয় সম্পন্ন মাহির। ষষ্ঠবারের মত আইপিএল জয়ী ক্যাপ্টেন হয়েই সমস্ত প্রতিযোগিতা মূলক ক্রিকেটকে আলবিদা জানাতে প্রস্তুত তিনি। আসন্ন সিজনে কাপ জিতলে রোহিতকে ছাড়িয়ে সর্বশ্রেষ্ঠ আইপিএল-অধিনায়কও হয়ে যাবেন তিনি।

যাইহোক, ধোনি একাই কেবলমাত্র আইপিএল প্রস্তুতি শুরু করেননি। সিএসকেও তৈরি হওয়ার মঞ্চ বাঁধছে। গত আইপিএলে নিলাম থেকে চেন্নাই ছয় ক্রিকেটারকে সই করিয়েছে। ড্যারেল মিচেল, সমীর রিজভিদের নিয়ে নতুন উদ্যমে খেতাব ধরে রাখতে চাইবে সিএসকে।

IPL Cricket News cricket Mahendra Sing Dhoni Sports News MS DHONI
Advertisment