ICC Cricket World Cup: সামনেই ক্রিকেটের মেগা ইভেন্ট, কত’টা গুরুতর ধোনির চোট?

বিশ্বকাপ শুরু হতে এখনও দেড় মাসি বাকি রয়েছে ঠিকই। কিন্তু ধোনিকে চলতি আইপিএলে বেগ দিয়েছে তাঁর পিঠের চোট। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত ম্যাচ জেতানো ইনিংস খেলার মাঝেও ধোনিকে ফিজিওর সাহায্য় নিতে হয়েছিল।

By: Chennai  Published: Apr 15, 2019, 5:30:24 PM

সোমবারই বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। প্রত্যাশিত ভাবেই দলে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলেও দুরন্ত ফর্মে রয়েছেন এমএসডি। বলাই বাহুল্য ইংল্যান্ডের মাটিতে বিরাটের দলের অন্যতম ভরসামান যোদ্ধা হতে চলেছেন তিনি। উইকেটের পিছনে হোক বা ব্যাট হাতে, ধোনির অভিজ্ঞতাই সম্পদ হতে চলেছে ভারতের। একথা জানেন স্বয়ং বিরাটও।

বিশ্বকাপ শুরু হতে এখনও দেড় মাসি বাকি রয়েছে ঠিকই। কিন্তু ধোনিকে চলতি আইপিএলে বেগ দিয়েছে তাঁর পিঠের চোট। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত ম্যাচ জেতানো ইনিংস খেলার মাঝেও ধোনিকে ফিজিওর সাহায্য় নিতে হয়েছিল।

আরও পড়ুন: এ কী ক্যাচ নিলেন ফাফ! ঘোর কাটছে না সোশালের

রবিবার ইডেনেও পিঠের সমস্যায় ভুগেছেন মাহি। সোশাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমেও ওঠার সময় সতীর্থদের কাঁধে ভর করেই তাঁকে চেয়ার ছাড়তে হয়েছে। ফ্যানেদের একটাই প্রশ্ন তাঁদের প্রিয় ক্রিকেটারের চোট ঠিক কত’টা গুরুতর?

ধোনি নিজেই চোটের ব্যাপারে মুখ খুললেন। বলছেন, “পিঠে ব্য়থা রয়েছে। একটু ভাল আছি। আশা করি সেরে উঠব।” ধোনির কথাতেও ঠিক স্পষ্ট নয়, তাঁর চোট ঠিক কোন জায়গায়। ধোনির এই ব্য়াথা যদি বিশ্বকাপের সময়ও তাঁকে বিপাকে ফেলে তাহলে রীতিমত সমস্যায় পড়তে হবে টিম কোহলিকে। এখন দেখার ধোনি কত তাড়াতাড়ি সেরে ওঠেন। মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়া সফরের সময়েও ধোনিকে ভুগতে হয়েছিল এই চোট নিয়ে। সেটাই আবার ফিরল আইপিএলে। দেখতে গেলে বারবারই ফিরে আসে মাহির চোট। অতীতে ধোনি বলেছিলেন, তিনি এই চোট নিয়ে খেলাতেই অভ্য়স্ত।

Indian Express Bangla provides latest bangla news headlines from around the world. Get updates with today's latest Sports News in Bengali.


Title:

Advertisement