''প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট", এই কথাটাই ফের একবার প্রমাণ করলেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের স্টার অলরাউন্ডার চোটের জন্য ভারত-অস্ট্রেলিয়া ওয়ান-ডে সিরিজ খেলতে পারেননি। প্রত্যাবর্তনের জন্য আইপিএলের মঞ্চটাই বেছে নিয়েছিলেন মুম্বইয়ের রকস্টার।
মুম্বইয়ের হয়ে আইপিএলের প্রাক মরসুম শিবিরে তিনি নেটে 'হেলিকপ্টার শট' মেরেছিলেন। নিজেই সেই ভিডিও পোস্ট করে লিখেছিলেন, “বলুন তো কার অনুপ্রেরণায় এই শট?”এবার ধোনির সামনেই দুরন্ত হেলিকপ্টার শটে ছক্কা হাঁকালেন ম্য়াচে। ধোনিও হাঁ করেই উইকেটের পিছন থেকে তা দেখলেন।
আরও পড়ুন: ধোনির শটেই প্র্যাকটিস শুরু হার্দিক পাণ্ডিয়ার
গত বুধবার ওয়াংখেড়েতে আইপিএলের 'এল ক্লাসিকো'-তে শেষ হাসি হাসে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতরা ৩৭ রানে জিতেই মাঠ ছাড়ে। এই ম্য়াচে ছ'নম্বরে ব্য়াট করতে এসে দুরন্ত ক্য়ামিও ইনিংস খেলেন। ২২ মিনিট ক্রিজে ছিলেন তিনি। আট বল ফেস করে করেন ২৫ রান। এরমধ্য়ে একটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন বরোদার এই ক্রিকেটার। এই ছয়ের মধ্য়েই ছিল একটি হেলিকপ্টার শট। ডোয়েন ব্র্য়াভোর ইয়র্কারকে তিনি ফেলেছিলেন মাঠের বাইরে।
শুধু ব্য়াট হাতেই কামাল করেননি পাণ্ডিয়া। চার ওভার হাত ঘুরিয়ে তুলে নেন তিনটি উইকেটও। ম্য়াচের সেরাও হন তিনি। খেলার পর আইপিএলটিটোয়েন্টিডটকমে সাক্ষাৎকারও দেন পাণ্ডিয়া। তিনি জানান যে, হেলিকপ্টার শটের পর ধোনির থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার প্রত্যাশা করেছিলেন তিনি।