MS Dhoni tribute to Sourav Ganguly on farewell test: শ্রেষ্ঠ ক্যাপ্টেন সৌরভ-ই, বিদায়বেলায় সেরার সেরা সম্মানের পরিকল্পনা ধোনি! ১৬ বছর পর ফাঁস মাহির কীর্তি

Sourav Ganguly farewell Test: ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই ক্যাপ্টেন এম এস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। দুজনের পারস্পরিক সম্মান ছিল দেখার মত।

Sourav Ganguly farewell Test: ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই ক্যাপ্টেন এম এস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। দুজনের পারস্পরিক সম্মান ছিল দেখার মত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MS Dhoni tribute to Sourav Ganguly

MS Dhoni tribute to Sourav Ganguly: সৌরভকে ফেয়ারওয়েল টেস্টে বিশেষ সম্মান জানিয়েছিলেন ধোনি (টুইটার)

MS Dhoni tribute to Sourav Ganguly on farewell test: আইপিএলের রিটেনশনের ডেডলাইনের আগে হঠাৎ করেই আলোচনায় মহেন্দ্র সিং ধোনি। তাঁকে রিটেন করা হবে কিনা, তাঁর আইপিএল আয়ু কতদিনের, তা নিয়ে হঠাৎ করেই আলোচনা গতি পেয়েছে। বর্ষীয়ান তারকা নিজেই ইঙ্গিত দিয়েছেন, এখনও আইপিএল দুনিয়া থেকে থামার কোনও ইচ্ছে তাঁর নেই।

Advertisment

এর মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করে বসলেন তিনি। ২০০৮-এ নভেম্বর মাসে সৌরভ নিজের ফেয়ারওয়েল টেস্ট খেলেন নাগপুরে। সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজে বিশেষ সম্মান জানিয়ে মহারাজকে নেতৃত্বের ব্যাটন ছেড়ে দিয়েছিলেন।

সৌরভের ফেয়ারওয়েল টেস্ট স্মরণীয় করে রাখতে মাহি অন্যরকম প্ল্যানিং করেন। ১৬ বছর আগের সেই ঘটনা আচমকা স্মরণ করেছেন ধোনি। বলে দিয়েছেন, "ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্যাপ্টেন যিনি তাঁকে এর থেকে ভালভাবে কীভাবে ফেয়ারওয়েল জানানো সম্ভব? যদি সেই ম্যাচে নেতৃত্ব দিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চায়, এতে কী এমন ক্ষতি হবে? এতে ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না। সেই সিদ্ধান্তের পিছনে সেটাই ছিল কারণ।"

ধোনি আরও বলেছেন, "ও (সৌরভ) এটা উপভোগ করেছিল কিনা, আমি নিশ্চিত নই। কারণ এই সিদ্ধান্ত আচমকা নেওয়া হয়েছিল। আগাম কোনও পরিকল্পনা ছিল না। এটাই করা উচিত ছিল। ভেবেছিলাম এটাই তাঁর বিদায়বেলা স্মরণীয় করে রাখার জন্য সেরা উপায় হবে, সেটা ১৫-২০ মিনিটের নেতৃত্ব হলেও।"

Advertisment

ওয়ানডের মত টেস্টেও প্রভাব ফেলার মত পরিসংখ্যান সৌরভের দখলে। ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন ৪২.১৭ গড়ে। ৩১১ টি ওয়ানডেতে রানসংখ্যা ১১৩৬৩। স্রেফ খেলোয়াড়ি সাফল্য নয়, ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে ধরতে সৌরভের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

হরভজন, জাহির খান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেওয়াগদের মত ব্লকবাস্টার তারকাদের কেরিয়ারের সূচনা হয়েছিল সৌরভের অধিনায়কত্বে। ধোনিকেও টিম ইন্ডিয়া অন্তর্ভুক্তিতে বিশেষ ভূমিকা ছিল কলকাতার মহারাজের।

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেরিয়ারের শেষ ম্যাচের প্ৰথম ইনিংসে চোখ ধাঁধানো ৮৫ করলেও দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক করেন তিনি। তবে সৌরভের শেষ টেস্ট স্মরণীয় হয়ে ছিল ভারত ১৭০ রানে ম্যাচ জেতায়।

Team-India Indian Team Mahendra Sing Dhoni Sourav Ganguly MS DHONI Indian Cricket Team Team India India Cricket Team Team India