রাজস্থান রয়্য়ালস ম্য়াচে সেই পুরনো ধোনি, ভিন্টেজ মাহি। পাওয়ার প্লে-তে রয়্যালসের বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল সিএসকে। জোফ্রা আর্চার, স্টোকস, উনাদকারদের দাপটে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে সমস্যা শুরু হয়ে গিয়েছিল মাহি-ব্রিগেডের। তবে ধোনির ব্যাটেই প্রত্যাবর্তনের শুরু। সঙ্গ দেন রায়নাও।
কীভাবে সমস্যা সামাল দিলেন ধোনি? ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে মহাতারকা রহস্য ফাঁস করে দেওয়ার ছলে বলছেন, "আমাদের একটা পার্টনারশিপের প্রয়োজন ছিল ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জানতাম একবার ক্রিজে টিকে গেলে পরিস্থিতি সহজ হয়ে যাবে। নয় নম্বরে স্যান্টনার পর্যন্ত ব্যাটিং অর্ডার আমাদের বেশ লম্বা। শেষ কয়েক ওভারে রানের গতি বাডাতে পারতাম। আমাদের কেবল সেই মুহূর্তে একটা ভাল পার্টনারশিপের দরকার ছিল।"
এরপরে মাহির সংযোজন, "আমাদের একাদশ বেশ স্থিতিশীল। প্রতিপক্ষের স্কোয়াডে বাঁ হাতি ব্যাটসম্যানদের সংখ্যাও কম ছিল। তাই স্যান্টনারকে নেওয়া হয়েছিল। প্রয়োজন ছাডা বেশি পরিবর্তন করা উচিত নয়। টুর্নামেন্ট আরও এগোলে বোলাররা নিজেদের আরও ভালভাবে মেলে ধরতে পারবে।"
চিপকে দুরন্ত জনসমর্থনের কথা জানাতে গিয়ে ধোনি সংবাদমাধ্যমে বলেছেন, "প্রতিপক্ষের তুলনায় সমস্ত ফ্র্যাঞ্চাইজি বরাবরই দারুণ দর্শক সমর্থন পেয়ে থাকে। ঘরের মাঠে সমর্থকরা সবসময়ে আমাদের সঙ্গে রয়েছে। এই কারণেই ক্রিকেট এক চিত্তাকর্ষক।"