মহেন্দ্র সিং ধোনির দস্তানা প্রকৃত অর্থেই বিশ্বস্ত। ভারতীয়দের কাছে তিনি এক অন্য় আবেগ। তাঁর হাত থেকে চার-ছয়ের বন্যা দেখেছে ক্রিকেটবিশ্ব। আবার উইকেটের পিছনে সেই হাতই হয়ে গিয়েছে মরণফাঁদ। আলোর বেগেই তিনি স্টাম্প করে ছিটকে দেন উইকেট। ছোটবেলায় স্কুলে গোলকিপার ছিলেন। সেখান থেকে আজ বিশ্বের তথা দেশের অন্যতম সেরা উইকেটকিপার ও ব্যাটসম্যান তিনি। এটাই এমএস ধোনি।
আসন্ন বিশ্বকাপই তাঁর দেশের জার্সিতে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। এমনটাই ধারনা অনেকের। অবসরের পর কী করবেন ধোনি? এই প্রশ্নটাই তাঁর ফ্যানেদের মনে। ধোনি ক্রিকেট ছাড়ার আগেই বলে দিলেন যে, সন্ন্যাস নেওয়ার পর ছোটবেলার একটা স্বপ্নপূরণ করবেন তিনি। যে হাতে ব্যাট শাসন করেছে। সে হাতে এবার উঠবে রং-তুলি। ধোনি একজন চিত্রশিল্পী হতে চান। এমনটাই তাঁর ইচ্ছা। কয়েক'টা ছবিও আঁকা হয়ে গিয়েছে তাঁর। ভাবনা রয়েছে প্রদর্শনী করার।
আরও পড়ুন: লিডসের রশিদ মনে করালেন রাঁচির ধোনিকে
একটি ভিডিও-তে ধোনি জানিয়েছেন তাঁর পরবর্তী পরিকল্পনার কথা। ধোনি জানালেন, "আপনাদের সঙ্গে একটা গোপন কথা ভাগ করে নিতে চাই। সেই ছোটবেলা থেকেই আমি চিত্রশিল্পী হতে চেয়েছিলাম। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। এবার কিছু ছবি আঁকতে চাই। কয়েক'টা ছবিও আঁকা হয়ে গিয়েছে।" এই ভিডিও সোশালে ভাইরাল হয়ে গিয়েছে।