MS Dhoni Retirement: ধোনির অবসর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য মনোজের, এই ভয়টাই পাচ্ছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার

MS Dhoni CSK: ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে তাঁর নেতৃত্বে সিএসকে পাঁচবার খেতাব জয় করেছে। ২০২৩ সালে শেষবার আইপিএল ট্রফি জিতেছিল চেন্নাই।

MS Dhoni CSK: ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে তাঁর নেতৃত্বে সিএসকে পাঁচবার খেতাব জয় করেছে। ২০২৩ সালে শেষবার আইপিএল ট্রফি জিতেছিল চেন্নাই।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni (3)

ধোনির অবসর নিয়ে বিতর্কিত মন্তব্য মনোজ তিওয়ারির

MS Dhoni Retirement: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) লাগাতার হারের পর দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার (৫ এপ্রিল) ২০২৫ আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সিএসকে। কিন্তু, হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের লজ্জা আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাটিং অর্ডার এবং স্লো ইনিংসের কারণে সমালোচকদের তোপের মুখে পড়তে হচ্ছে ধোনিকেও। এই পরিস্থিতিতে বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) একটি বিস্ফোরক মন্তব্য করলেন। তাঁর কথায়, ২০২৩ সালে আইপিএল টুর্নামেন্ট জেতার পরই অবসর নেওয়া উচিত ছিল ধোনির। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনি প্রায় ১০ ওভার ব্য়াট করেন। কিন্তু, তা সত্ত্বেও চেন্নাইকে জেতাতে পারেননি তিনি।

Advertisment

IPL 2025: ধোনির অবসর নিয়ে মনোজ তিওয়ারির মন্তব্য

মনোজ তিওয়ারি মনে করেন, আইপিএল টুর্নামেন্ট লাগাতার খেলার কারণে ধোনি তাঁর প্রাপ্য সম্মান হারাতে বসেছেন। তাঁর নামে ছেটানো হচ্ছে ব্যর্থতার কালিমা। এত বছর ধরে যে সাফল্য মাহি তিলে তিলে অর্জন করেছেন, সেটা এবার ধূলিস্যাৎ হচ্ছে। ক্রিকবাজকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি বললেন, 'আমি মনে করি যে ২০২৩ সালই ধোনির অবসর গ্রহণের একেবারে সঠিক সময় ছিল। কারণ ওই বছর তিনি আইপিএল টুর্নামেন্ট জিতেছিলেন। ওই সময়ই ওঁর অবসর গ্রহণ করা উচিত ছিল। আমার মনে হয়, ধোনি এতদিন ধরে ক্রিকেট থেকে যে খ্যাতি অর্জন করেছেন, গত ২ বছরে সেটা একেবারে শেষ হয়ে গিয়েছে।'

সঙ্গে মনোজ তিওয়ারি আরও যোগ করেন, 'আমার মতে ধোনিকে নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেটা দলের পক্ষে একেবারে ভাল হচ্ছে না। মাহিকে খেলানোর ব্যাপারে এবার অন্তত একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। ধোনির পক্ষে আর আগের মতো ব্যাট করা সম্ভব নয়। এটা সবাইকে বুঝতে হবে। আর যদি ব্য়াট করতে নাই পারে, তাহলে এবার ওকে ছেড়ে দেওয়া উচিত।'

Advertisment

দিল্লির বিরুদ্ধে ৩০ রান করলেন ধোনি

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর প্রায় ১০ ওভার ব্যাট করেন তিনি। আশা করা হয়েছিল, ব্যাট হাতে চেন্নাই সুপার কিংসকে জেতাতে পারবেন দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু, তেমনটা আদতে হয়নি। শেষপর্যন্ত ২৬ বলে ৩০ রান করে তিনি অপরাজিত থাকেন। ইতিমধ্যে তাঁর ব্য়াট থেকে ১ চার এবং ১ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।

Manoj Tiwary IPL 2025 Chennai Super Kings MS DHONI