Advertisment

MS Dhoni Speaks: বন্ধু-বান্ধব, সোশ্যাল মিডিয়া নয়, কুকুর-বিড়াল, ভিন্টেজ গাড়িতেই চাপ কমে ধোনির! অবশেষে মুখ খুললেন কিংবদন্তি, দেখুন ভিডিও

MS Dhoni on Fitness: ধোনি নিজের অবসর নিয়ে মুখ খোলেননি। তবে সিএসকে সিইও কাশি বিশ্বনাথন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে দিয়েছেন...

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL MS Dhoni retirement

চেন্নাই সুপার কিংসের এমএস ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) 2024 টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সময় গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, শুক্রবার, 10 মে, 2024-এ একটি শট খেলছেন। (পিটিআই ছবি)

MS Dhoni Fitness Regime, IPL 2024: ধোনি অবসর নেবেন নাকি খেলা চালিয়ে যাবেন, এই প্রশ্ন এখন জাতীয় আলোচনার বিষয়। আরসিবির কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই সিএসকে ছিটকে যাওয়ার পর ধোনির অবসর নিয়ে জল্পনা আরও জোরালো।

Advertisment

ধোনি নিজের অবসর নিয়ে মুখ খোলেননি। তবে সিএসকে সিইও কাশি বিশ্বনাথন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে দিয়েছেন, ধোনির কাছ থেকে তাঁর ভবিষ্যৎ জানতে চাওয়া হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে। "ড্রেসিংরুমে এই নিয়ে কোনও আলোচনা হয়নি। ওঁর কাছে ভবিষ্যৎ জানতে চাওয়া হয়নি। ও-ও আমাদের কিছু জানায়নি। ধোনি সিদ্ধান্ত নিলে আমাদের জানাবে। ততক্ষণ পর্যন্ত আমরা ওঁকে খোঁচাব না।" কাশি বিশ্বনাথান এমনটাই বলেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে।

এদিকে, ধোনিকে নিয়ে নতুন এক ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে নিজের ফিটনেস নিয়ে তাঁকে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। গত বছর ২০২৩-এর মে মাসে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। তারপর চলতি সিজনে সিএসকের হয়ে ১৪ ম্যাচেই খেলেছেন। ধোনি ডেথ ওভারে নেমে ১৬১ রান করেছেন। ২২০.৫৫ স্ট্রাইক রেটে। হাঁকিয়েছেন ১৩ ছক্কা। সিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং এবং ব্যাটিং কোচ মাইক হাসি বলেছেন, লম্বা লম্বা শট খেলার দক্ষতা একই রয়ে গিয়েছে ধোনির।

যাইহোক, দুবাই আই ১০৩.৮ রেডিও চ্যানেলে এক ভিডিও আপলোড করা হয়েছে গত সোমবার। সেই ভিডিওয় ধোনিকে বলতে শোনা গিয়েছে, "সবচেয়ে কঠিন বিষয় হল… আমি সারা বছর ক্রিকেট খেলি না। তাই আমাকে ফিট থাকতে হবে। যখন খেলতে নামি, তখন আমাকে তরুণদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে যারা ফিট এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। পেশাদারি ক্রীড়া সহজ নয়, কেউ আপনাকে বয়সের জন্য ছাড় দেয় না। আপনি যদি খেলতে চান তবে আপনাকে অন্য লোকের মতোই ফিট হতে হবে। বয়স সত্যিই আপনাকে সেই অনুগ্রহ দেয় না। সুতরাং, খাদ্যাভ্যাস, একটু প্রশিক্ষণ এবং এই সমস্ত জিনিস রয়েছে যাতে ফিট থাকা সম্ভব হয়। সোশ্যাল মিডিয়া, সৌভাগ্যক্রমে, আমি সোশ্যাল মিডিয়াতে নই, তাই ফোকাস থেকে সরে যাওয়ার আশঙ্কা নেই।"

"আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর আমি আমার পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটাতে চেয়েছিলাম। কিন্তু, একই সময়ে, মানসিকভাবে সক্রিয় থাকতে, ফোকাসড থাকার সেই আবেগ ধরে রাখতে — আমি চাষবাস পছন্দ করি। মোটরবাইক, আমি ভিনটেজ গাড়িতে নিয়মিত চড়ি। এই বিষয়গুলো আমাকে ডি-স্ট্রেস করে। আমি চাপে থাকলে, গ্যারেজে যাই। সেখানে কয়েক ঘন্টা কাটালে আমি ঠিক হয়ে যাই।” ধোনি আরও যোগ করেছেন, “আমার মনে হয় আমি পোষা প্রাণীর সঙ্গে আমার বয়স বেড়েছে। অনুভব করেছি। তা বিড়াল হোক বা কুকুর… যদিও আমি কুকুরকেই পছন্দ করি। আমাদের প্রতি ওঁদের নিঃশর্ত ভালবাসা রয়েছে। আমি আগের একটি সাক্ষাৎকারেও এই বিষয়ে বলেছি। এমনকি যদি আমি একটি ম্যাচে হেরেও ফিরে আসি, তাহলেও আমার কুকুর আমাকে একইভাবে স্বাগত জানায়।"

ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, ধোনি খেলা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন- তা পুরোটাই নির্ভর করছে বোর্ডের রিটেনশন পলিসির ওপর।

দেখুন: ধোনি তার ফিটনেস নিয়ে কথা বলেছেন

MS DHONI Mahendra Sing Dhoni
Advertisment