MS Dhoni: দুরন্ত রান আউট আউট করলেন ধোনি, দেখে নিন সেই ভিডিও

MS Dhoni CSK: ঘটনাটি ১৯.৩ ওভারে। আগের বলেই কেএল রাহুলের ক্যাচ নিয়ে দিল্লির বিপদ বাড়িয়েছিলেন ধোনি। রাহুল আউট হতে ব্যাট করতে নামেন আশুতোষ শর্মা।

MS Dhoni CSK: ঘটনাটি ১৯.৩ ওভারে। আগের বলেই কেএল রাহুলের ক্যাচ নিয়ে দিল্লির বিপদ বাড়িয়েছিলেন ধোনি। রাহুল আউট হতে ব্যাট করতে নামেন আশুতোষ শর্মা।

author-image
Koushik Biswas
New Update
Dhoni Stumping (1)

আশুতোষ শর্মাকে রান আউট করছেন মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni CSK: কে বলবে যে লোকটা পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন! কে বলবে যে এই লোকটা আপাতত আইপিএল (IPL 2025) টুর্নামেন্টেও অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন! কে বলবে যে এই লোকটা হাটুর ব্যথায় জর্জরিত! আজও যখন মাঠে নামেন, তখন বিপক্ষ শিবির কার্যত থরথর করে কাঁপে। তাঁর নামেই রয়েছে সিংহের দাপট। নাম মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শনিবার (৫ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি এমন একটি রান আউট করলেন, যা দেখে ইতিমধ্যে সকলে শুধুমাত্র শিহরিত হননি, হয়েছেন বিস্মিতও।

Advertisment

ঘটনাটি ১৯.৩ ওভারে। আগের বলেই কেএল রাহুলের ক্যাচ নিয়ে দিল্লির বিপদ বাড়িয়েছিলেন ধোনি। রাহুল আউট হতে ব্যাট করতে নামেন আশুতোষ শর্মা। পাথিরানার ইনসুইং ডেলিভারি আশুতোষের পায়ের কাছে আসে। সেটা তিনি স্কোয়ার লেগের দিকে ঠেলে ২ রান নিতে যান। কিন্তু, বলটা পড়ে যায় জাদেজার হাতে। এরপর যা হওয়ার সেটাই হয়েছে।

জাদেজা ধোনিকে লক্ষ্য করে বলটা ছুড়ে দেন। একেবারে নিখুঁত থ্রো! বলটা যেন নিজে থেকেই ধোনির দস্তানার মধ্যে জমা পড়ে। এরপর মাহি সামনের দিকে শরীরটা ভাসিয়ে দেন এবং হাত দিয়ে ভেঙে দেন স্টাম্প। এরপর আশুতোষ আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জন্য অপেক্ষা করেননি। সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন। রিপ্লেতে দেখতে পাওয়া যায়, ধোনি যখন উইকেট ভাঙছিলেন, সেইসময় ফ্রেমের মধ্যেই ছিলেন না দিল্লির এই ব্যাটার। মাহির এই ক্ষিপ্রতা দেখে ইতিমধ্যে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে ভিডিওটি।

দেখে নিন ভিডিও:

Advertisment

প্রসঙ্গত, টস জিতে দিল্লি ক্যাপিটালস (Chennai Super Kings vs Delhi Capitals live updates) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ম্য়াচে তাদের সামনে ২০০ রান করার সুযোগ ছিল। কিন্তু, সেটা তারা হাতছাড়া করে। এই উইকেটে বল কিছুটা ধীরগতিতে আসছে। আর সেকারণেই ২০০-র বদলে ১৮৩ রানেই পরিসমাপ্তি ঘটে দিল্লির ইনিংসের। 

শেষ ৫ ওভারে তারা মাত্র ৪৫ রান করতে পেরেছে। একের পর এক উইকেট হারালেন কেএল রাহুল, সমীর রিজভি এবং আশুতোষ শর্মা। কেএল রাহুল ৫১ বলে ৭৭ রান করলেন। আরও একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিলেন তিনি। অন্যদিকে, ১৮ এবং ২০ নম্বর ওভারে দুর্দান্ত বল করলেন পাথিরানা। আর এই স্পেলটাই পার্থক্য গড়ে দেয়। এবার এই উইকেটে চেন্নাই (Chennai Super Kings ) কেমন ব্যাট করে, সেটাই দেখার।

IPL 2025 Chennai Super Kings vs Delhi Capitals live updates Chennai Super Kings MS DHONI