/indian-express-bangla/media/media_files/2025/03/28/2SwSMDsgrljFaaY5r4gl.jpg)
স্টাম্প আউট করছেন ধোনি
চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচ ইতিমধ্যে জমে উঠেছে। গত ১৭ বছর চেন্নাইকে ঘরের মাঠে হারাতে পারেনি আরসিবি। শুক্রবার (২৮ মার্চ) সেই খরা কাটাতেই মাঠে নেমেছে বিরাট কোহলিরা। কিন্তু, বেঙ্গালুরুর জয়ের সামনে যে পথের কাঁটা সেই মহেন্দ্র সিং ধোনি, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। অন্তত যেভাবে তিনি ফিল সল্টকে স্টাম্প আউট করলেন, তা কোনও সাধারণ মানুষ করতে পারে কি না, প্রশ্ন উঠতে শুরু করেছে।
টস হেরে আপাতত ব্যাট করতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি ব্রিগেডের হয়ে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি এবং ব্রিটিশ ক্রিকেটার ফিল সল্ট। শুরুটা এই দুই ব্যাটার বেশ ভালোই করেছিলেন। কিন্তু, পঞ্চম ওভারের শেষ বলে যাবতীয় অঙ্ক বদলে দিলেন ধোনি। কে বলবে এই লোকটা ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন? যেন মনে হচ্ছে কোনও তরুণ ক্রিকেটার সবেমাত্র দলে সুযোগ পেয়েছে। আর সে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে রয়েছে।
আরসিবি ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন নূর আহমেদ। গত ম্য়াচে তিনি সেরার পুরস্কার পেয়েছিলেন। ওভারের শেষ বলে ধোনি যেভাবে আউট করলেন, তা দেখে কেউই নিজের চোখকে কার্যত বিশ্বাস করতে পারছিলেন না। কী অসাধারণ ক্ষিপ্রতা। এই বয়সেও যে ধোনি যে স্টাম্পিং করতে পারেন, তা কোনও সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একেবারে বিদ্যুৎগতিতে ধোনির গ্লাভস ভাঙল ফিল সল্টের উইকেট।
আলোর গতির থেকেও বোধহয় দ্রুত ফেরত পাঠালেন আরসিবি ওপেনারকে। রিপ্লেতে দেখা গেল, নূর আহমেদের বলে কভার ড্রাইভ করতে গিয়েছিলেন সল্ট। তাঁর পিছনের পা সমান্য হাওয়ায় ভেসে ছিল। আর সেখানেই বাজিমাত করলেন ধোনি। ইতিমধ্যে ধোনির এই ক্ষিপ্রতা দেখে ক্রিকেট বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে। ১৬ বলে ৩২ রান করে ফিরলেন সল্ট। ৫ ওভার শেষে RCB-র স্কোর ৪৫-১।
দেখে নিন সেই ভিডিও:
Thala for a reason !!
— RJ ALOK (@OYERJALOK) March 28, 2025
Dhoni ki stumping ..... Salt gone !!#CSKvRCB#RjAlokpic.twitter.com/8LTkMx4Mv5
চেন্নাইয়ের প্রথম একাদশ
রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, স্যাম কারেন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিসা পাথিরানা, খলিল আহমেদ।
বেঙ্গালুরুর প্রথম একাদশ
বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, যশ দয়াল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us