Advertisment

'দ্য ওয়াল' টপকে ম্যাঞ্চেস্টারে অনন্য় মাইলস্টোন মাহির

দেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ান-ডে খেলা ক্রিকেটারদের তালিকায় দু'নম্বরে চলে এলেন এমএসডি। দ্রাবিড় দেশের হয়ে ৩৪০টি ওয়ান-ডে খেলেছিলেন। ৪৬৩ ম্যাচ খেলার নজির রয়েছে মাস্টারব্লাস্টারের।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni

নতুন রেকর্ড মাহির (ফেসবুক)

এক অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। রবিবাসরীয় ‌ম্য়াঞ্চেস্টারে ভারত-পাক ম্যাচের সৌজন্যেই মাহি টপকে গেলেন ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ান-ডে খেলা ক্রিকেটারদের তালিকায় দু'নম্বরে চলে এলেন এমএসডি। ধোনির আগে একমাত্র শচীন তেন্ডুলকর।

Advertisment

এদিনের ম্যাচে ধোনি ভারতের প্রথম একাদশে রয়েছেন। ধোনির কেরিয়ারে এটি ৩৪১ নম্বর ওয়ান-ডে। দ্রাবিড় দেশের হয়ে ৩৪০টি ওয়ান-ডে খেলেছিলেন। ৪৬৩ ম্যাচ খেলার নজির রয়েছে মাস্টারব্লাস্টারের। বোঝাই যাচ্ছে আধুনিক ক্রিকেটর ডন রয়েছেন মগডালে।সর্বকালের সর্বোচ্চ ওয়ান-ডে খেলিয়ে ক্রিকেটারদের তালিকায় দ্রাবিড়ের সঙ্গে যুগ্মভাবে দশে রয়েছেন ধোনি। দেশের জার্সি ছাড়াও ধোনি এশিয়া একাদশের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।

দেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ান-ডে খেলা ক্রিকেটাররা হলেন:

৪৬৩ শচীন তেন্ডুলকর

Advertisment

৩৪১ এমএম ধোনি

৩৪০ রাহুল দ্রাবিড়

৩৩৪ মহম্মদ আজহারউদ্দিন

৩০৮ সৌরভ গঙ্গোপাধ্য়ায়

৩০১ যুবরাজ সিং

এদিন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। এই প্রতিবেদনটি লেখার সময় ভারতের ইনিংসের ২৮টি ওভার হয়েছে। এক উইকেট হারিয়ে বিরাট কোহলি অ্যান্ড কোং ১৬৪ রান তুলেছে।

রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ওপেনিং জুটিতেই ভারত শতরান পার করে যায়। ফিফটি প্লাস ইনিংস খেলে রাহুল আউট হয়ে যান। রোহিতের সঙ্গে ক্রিজে রয়েছেন কোহলি। তাঁরা দু'জনেই পাক বোলারদের শাসন করছেন। ভারতীয় ব্যাটসম্যানরা বড় রান করবে বলেই প্রত্যাশিত। খেলা চলছে। পাক বোলারদের মধ্যে সেই ঝাঁঝটা পাওয়া গেল না এদিন। ফলে রোহিতদের বেগ দিতে পারলেন না তাঁরা।

MS DHONI pakistan India
Advertisment