ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবে কিনা, নাকি অবসরের পথে হাঁটবে, সেই সিদ্ধান্ত ধোনির উপরেই ছেড়ে দেওয়া হোক। এমনটাই সাফ জানিয়ে দিলেন কোচ রবি শাস্ত্রী। বৃহস্পতিবারেই পুণের গ্রিনফিল্ড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগেই কোচ শাস্ত্রী সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে জানাচ্ছেন, "ধোনি ফিরে আসতে চায় কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার ধোনিকেই নিতে হবে। বিশ্বকাপের পরে ধোনির সঙ্গে সাক্ষাৎ হয়নি। মনে হয়না, বিশ্বকাপের পরে ও আর মাঠে নেমেছে। ওঁকে প্রথমে খেলা শুরু করতে হবে। তারপরেই সিদ্ধান্ত নিতে হবে।" পাশাপাশি শাস্ত্রীর আরও বক্তব্য, "যদি ধোনি খেলতে ইচ্ছুক হয়, তাহলে নির্বাচকদের নিশ্চয় বার্তা পাঠাবে।"
বিশ্বকাপের পরে ধোনিকে এখনও বাইশ গজে দেখা যায়নি। বিশ্বকাপ থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেই অব্যাহতি চেয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, তিনি কাশ্মীরে ডিউটির জন্য ক্রিকেট থেকে সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছেন। তারপরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও তাঁকে রাখেননি নির্বাচকরা। পরে জানা যায়, ধোনিই নাকি এখন খেলতে আগ্রহী নন। নভেম্বর মাসে বাংলাদেশ সিরিজ পর্যন্ত খেলবেন না তিনি।
এমন আবহেই ধোনিকে নিয়ে অবসরের জল্পনা জোরালো হয়েছিল। সূত্রের খবর, ডিসেম্বরে এদেশে খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে তিনটে টি-২০ এবং ওয়ান ডে খেলবে ক্যারিবিয়ানরা। সেই সিরিজেই ধোনি ফিরতে পারেন বলে জল্পনা। এর মধ্যেই শাস্ত্রী সাফ জানাচ্ছেন, "ধোনি দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তালিকায় একদম শুরুর দিকেই থাকবে।"
এদিকে, ক্যারিবিয়ান সফরে ঋদ্ধিমান সাহাকে বসিয়ে রাখা হলেও পন্থকে খেলানো হয়েছিল প্রথম একাদশে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে অবশ্য উইকেটের পিছনে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটেছে বাঙালি কিপারের। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শাস্ত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, "ঋদ্ধিমানের চোট ছিল। তাই পন্থকে প্রথম একাদশে খেলানো হয়েছিল। বর্তমানে সাহা বিশ্বের সেরা উইকেটকিপার। ঘরের মাঠে যেখানে বাউন্সের হেরফের ঘটে, সেখানে সাহার কিপিং ভীষণই গুরুত্বপূর্ণ।"
পাশাপাশি ঋষভ পন্থকে আরও উন্নতির পরামর্শ দিয়েছেন জাতীয় দলের বর্তমান হেড কোচ। তিনি জানিয়েছেন, "ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পন্থ শতরান করেছে। ও ভীষণই প্রতিভাবান। তবে ও বয়সে তরুণ। কিপিংয়ে আরও উন্নতির অবকাশ রয়েছে।"