আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন করোনার সময়। ২০২০-র ১৫ অগাস্ট সুরেশ রায়নার সঙ্গে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে না খেললেও ধোনিকে দেখা যায় একমাত্র আইপিএল মরশুমেই। ভক্তরা দু-চোখ ভরে ধোনি-দর্শনের সুযোগ পান।
গত কয়েক সিজন ধরেই ধোনির আইপিএল-প্রস্থান নিয়ে জল্পনা চলছে। তবে আইপিএল থেকে কবে বিদায় নেবেন, এখনও জানাননি চেন্নাই সমর্থকদের প্রিয় 'থালা'। চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন আগেই জানিয়েছিলেন, ধোনি আসন্ন আইপিএলেও চুটিয়ে খেলবেন।
তবে ধোনি যে আইপিএল থেকেও অচিরেই বিদায় জানাবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। আর ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর পর কী করবেন তিনি? মহেন্দ্র সিং ধোনিকে সম্প্রতি এমন প্রশ্নের মুখেই পড়তে হয়েছিল এক অনুষ্ঠানে। তবে তিনি জানিয়েছেন, ভারতীয় সেনাদের সঙ্গে আরও সময় কাটাবেন তিনি।
সেই অনুষ্ঠানে কিংবদন্তিকে বলতে শোনা গিয়েছে, "কখনই এই বিষয়ে (অবসরোত্তর সময়ে) ভাবনাচিন্তা করার অবকাশ হয়ে ওঠেনি। আমি এখনও ক্রিকেট খেলছি। আইপিএলে তো এখনও খেলে চলেছি। ক্রিকেট ছাড়ার পর কোথায় বিষয়টি গিয়ে দাঁড়ায়, দেখা যাক। ভারতীয় সেনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছরে সেভাবে সময় হয়ে ওঠেনি।"
ভারতীয় সেনার প্রতি বরাবরের দুর্বলতা রয়েছে ধোনির। তিনি আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল-ও বটে। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত প্যারাট্রুপার তিনি। আর্মির সঙ্গে ধোনির সখ্যতা বহু পুরোনো। ভারতীয় আর্মির প্যারাট্রুপার বিভাগকে সম্মান জানানোর জন্য ২০১৯ বিশ্বকাপে গ্লাভসে 'বলিদান' প্রতীক নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছিলেন। সেই নিয়ে বিতর্ক কম হয়নি।
শেষমেশ আইসিসির হস্তক্ষেপে ধোনি অন্য গ্লাভস পরতে বাধ্য হয়েছিলেন।