/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/Sachin.jpg)
নিজের সর্বকালীন সেরা একাদশ নাকি প্রকাশ করেছিলেন শচীন তেন্ডুলকর। ধোনি কিংবা বিরাট কোহলির মত সুপারস্টারদেরও নাকি জায়গা হয়নি।শচীনের সেরা একাদশ বানানোর খবর জোর করে ভাইরাল হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মাস্টার ব্লাস্টার নিজেই জানালেন, তিনি এরকম কোনও প্ৰথম একাদশ বাছাই করেননি।
ভাইরাল হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধরা হয় ধোনিকে। অন্যদিকে, বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মানা হয় বিরাট কোহলিকে। তবে শুধু কোহলি-ধোনিই নন, শচীনের বাছাই একাদশে জায়গা হয়নি রাহুল দ্রাবিড় অথবা মুথাইয়া মুরলিধরনের মত কিংবদন্তিদেরও। নিজের সেরা এগারোয় নিজেকেও রাখেননি মাস্টার ব্লাস্টার।
৪৯ বছরের মহাতারকা নিজেকে বাইরে রেখেই সেরা একাদশ বেছে নিয়েছেন। এমনিতেও অনেক তারকা নিজেদের সেরা একাদশে নিজেদের রাখেননা। শচীন নিজেই সেই ট্রেন্ড ফলো করলেন। জানানো হয় সেই রিপোর্টে।
আরও পড়ুন: ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ঋদ্ধি! KKR কেন বাংলার তারকাকে নিল না, উঠছে প্রশ্ন
সেই রিপোর্টে আরও বলা হয়েছিল, একের পর এক কিংবদন্তি বাইরে থাকলেও।নিজের প্রিয় বন্ধু সৌরভকে রেখে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। স্রেফ রাখাই নয়, সৌরভকে নিজের দলের নেতা হিসাবেও বেছে নিয়েছেন লিটল মাস্টার।
There are recurring reports about an all time XI list being picked by me. These are false, and if you come across these, kindly report the same as fake. https://t.co/foAj22LuKG
— Sachin Tendulkar (@sachin_rt) May 13, 2022
সৌরভ তর্কাতীতভাবে ভারতের অন্যতম সেরা অধিনায়ক। যিনি কঠিন সময়ে দায়িত্ব নিয়ে ভারতীয় ক্রিকেটের ভোল বদলে দিয়েছিলেন। নিজের আগ্রাসন ছড়িয়ে দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেট সংস্কৃতিতে। নেতৃত্ব দিয়ে টিম ইন্ডিয়াকে ১২টি ফাইনালে তুলেছিলেন বাংলার আইকন। এর মধ্যে ভারত একমাত্র ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল। তাই শচীন যে প্রিয় বন্ধুর হাতেই নিজের দলকে সমর্পণ করবেন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: কখনও বুদ্ধদেব, কখনও মমতা-অমিত শাহ! রাজনীতির সঙ্গে কি ফ্লার্ট করছেন সৌরভ
সেই ভুয়ো প্রতিবেদনে বলা হচ্ছিল, ওপেনার হিসাবে শচীন বেছে নিয়েছেন সুনীল গাভাসকার এবং বীরেন্দ্র শেওয়াগকে। মিডল অর্ডারে শচীন রেখেছেন ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শচীনের বাছাই গিলক্রিস্ট। বোলিংয়ে শচীনের পছন্দ হরভজন সিং, শ্যেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাথ এবং ওয়াসিম আক্রমকে।
শচীনের বাছাই সেরা একাদশ: (ভুয়ো রিপোর্ট অনুযায়ী)
সুনীল গাভাসকার, বীরেন্দ্র শেওয়াগ, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, সৌরভ গঙ্গোপাধ্যায়, এডাম গিলক্রিস্ট, শ্যেন ওয়ার্ন, ওয়াসিম আক্রম, হরভজন সিং, গ্লেন ম্যাকগ্রাথ।