Advertisment

IPL 2019: ক্যাপ্টেন কুলকে কত নম্বরে ব্যাট করানোর ভাবনা কোচের?

আর কয়েক ঘণ্টা পরেই ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। গত ২৩ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির ব্যাঙ্গালোরকে উড়িয়েই টুর্নামেন্টের অভিযান শুরু করে এমএস ধোনির চেন্নাই।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni reveals what he planned while team was in danger

আর কয়েক ঘণ্টা পরেই ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। গত ২৩ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির ব্যাঙ্গালোরকে উড়িয়েই টুর্নামেন্টের অভিযান শুরু করে এমএস ধোনির চেন্নাই। সাত উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ইয়েলো ব্রিগেড।

Advertisment

চিপকে সেদিন ব্যাট হাতে নামতেই হয়নি ধোনিকে। কিন্তু দিল্লির বিরুদ্ধে তাঁকে ব্যাট হাতে নামতে হতেই পারে। আইপিএলে কত নম্বরে তিনি ব্যাট করবেন? এমনটাই প্রশ্ন অনেকের। এবার উত্তর দিলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। ধোনির জন্য চার নম্বর জায়গাটাই ভেবে রাখলেও প্রয়োজনে বদল আনতে পারেন ফ্লেমিং। ম্যাচের আগে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বললেন," গত বছর ধোনি চারেই ব্যাট করেছে। কিন্তু এবার একটু বদল আসতে পারে। শেষ ১০ মাস ধোনি দুরন্ত ফর্মে আছে। আমাদের দলে নতুন খেলোয়াড় রয়েছে। পাশাপাশি কেদার যাদবের মতো দুর্দান্ত প্লেয়ার রয়েছে। ফলে ব্যাটিং অর্ডার নিয়ে আমরা অত্যন্ত খুশি।"

আরও পড়ুন: দুমড়ে মুচড়ে হার বেঙ্গালুরুর



অনান্য দলগুলোর সঙ্গে তুলনায় বিশ্বাসী নন ফ্লেমিং। তিনি বলছেন এরকমটা করলে নিজেদের দলের ভাল-মন্দ দিকগুলো থেকে ফোকাস নড়ে যায়। বাকি ফ্র্যাঞ্চাইজিদের সমীহ করেই ফ্লেমিং জানিয়েছেন যে, তাঁর দলে ব্রাভো, ফাফ দু প্লেসিস, ওয়াটসনের মতো ক্রিকেটাররা রয়েছেন। ধোনি-রায়নার কথাও বলতে ভোলেননি তিনি। বোলারদের মধ্যে তিনি ইমরান তাহির, কর্ণ শর্মা ও হরভজনের কথা বলেছেন। আর বোলিং ইউনিট নিয়েই ভাবনাচিন্তা করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন ফ্লেমিং।

Chennai Super Kings MS DHONI
Advertisment