দ্বাদশতম আইপিএলের যবনিকা পতন হয়েছে গত রবিবার। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাই সুপার কিংসকে এক রানে হারিয়ে চতুর্থবারের জন্য ট্রফি ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবাসরীয় থ্রিলারে মন ভরে গিয়েছে আইপিএল ফ্যানেদের।
ম্যাচ শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পরেও একটা বিষয় নিয়েই সর্বত্র আলোচনা চলছে। একটা প্রশ্নই ঘুরছে সকলের মনে। আদৌ কি এমএস ধোনি রানআউট ছিলেন? প্রযুক্তির সাহায্য নিয়েও কি টিভি আম্পায়ার নাইজেল লং ভুল সিদ্ধান্ত দিলেন? টুইটার রীতিমত অগ্নিগর্ভ। ধোনির ফ্যানেরা ক্ষোভে ফেটে পড়েছেন। আউট নিয়ে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরাও। তাঁর আউট মেনে নিতে পারছেন না কেউই। ধারাভাষ্য়কারদের মধ্য়ে একমাত্র সঞ্জয় মঞ্জরেকরই বলেছিলেন যে, ধোনি রান আউট ছিলেন। সুনীল গাভাস্করও নিশ্চিত ছিলেন না আউট নিয়ে। কেউ কেউ বলছেন ক্রিকেটে বেনিফিট অফ ডাউট মেনে ধোনির ক্রিজে থাকা উচিত ছিল।
আরও পড়ুন: আইপিএল থেকে কী অবসর ধোনি-র, ফাইনাল হারের পরেই জানালেন মহাতারকা
প্রায় অনেকের মতেই ধোনি ক্রিজে থেকে গেলে চেন্নাইয়ের হাতেই উঠত ট্রফি। ধোনি ক্রিজে নেমে মাত্র ২ রান করেই ইশান কিষাণের রকেট থ্রো-তে উইকেটটি দিয়ে আসেন। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। এই প্রতিবেদনে দেওয়া রইল বাছাই করা কয়েক'টা টুইট। ভিডিও দেখে আপনারাই বিচার করুণ ধোনি আউট ছিলেন কী ছিলেন না!
MS Dhoni run-out! Out or Not out? https://t.co/dkrfpPHQ2V via @ipl
— Shubham Pandey (@21shubhamPandey) May 13, 2019
Again bad decision for run out in @IPL third umpire waits for money to be credited in his account before giving @msdhoni out.
This is not @IPL . This is league between money (@mipaltan ) and best and in the end money wins over best.
Always a @msdhoni @ChennaiIPL fan.— Vikas Sharma (@VikasLogic) May 12, 2019
#IPL2019Final #MIvCSK is 110%fixed.I feel sorry for the stupid people debating @msdhoni 's run out. @ShaneRWatson33 threw away his wicket in the end, and @imShard sent instead of @harbhajan_singh ,who is a better batsman. What a waste of 5 hours ???????? #CSKvMI #MumbaiIndians
— Murtaza Telya (@Mt_Stocks88) May 12, 2019
I ask all people msdhoni was run out yes or no
I say not out kiyoki muskil dissison bestman ke paksh me jana chaiye pic.twitter.com/u5Z8iV28os— Nitish MsDhoni fens 99%floow back (@NMurlipur) May 12, 2019
Except for @sanjaymanjrekar no one in entire commentary team and two teams that were playing were convinced of @msdhoni run out. @sanjaymanjrekar was convinced in one shot alone. May be he should be ambassador of @mipaltan #cskvsmi #IPL2019Final
— Gursimran Kochhar MD (@GKochharMD) May 12, 2019
চেন্নাই অষ্টমবারের জন্য ফাইনাল খেলল। অন্যদিকে মুম্বইয়ের এটি পঞ্চমবার। দু’দলেরই তিনটি করে আইপিএল ট্রফি ছিল ক্যাবিনেটে। চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল মুম্বই। ২০১০, ২০১৩, ২০১৫-র পর ফের ২০১৯-এ আইপিএল ফাইনাল মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ও রোহিত শর্মার মুম্বই।