Advertisment

IPL Final, MI vs CSK: ধোনি কি আদৌ রানআউট ছিলেন? এই প্রশ্নেই অগ্নিগর্ভ সোশাল

ম্যাচ শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পরেও একটা বিষয় নিয়েই সর্বত্র আলোচনা চলছে। একটা প্রশ্নই ঘুরছে সকলের মনে। আদৌ কি এমএস ধোনি রানআউট ছিলেন? প্রযুক্তির সাহায্য নিয়েও কি টিভি আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলেন? অগ্নিগর্ভ টুইটার।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni's Dramatic Run Out Causes Stir On Twitter, CSK Fans Fume

ধোনি কি আদৌ রানআউট ছিলেন? এই প্রশ্নেই অগ্নিগর্ভ সোশাল (ছবি-টুইটার)

দ্বাদশতম আইপিএলের যবনিকা পতন হয়েছে গত রবিবার। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাই সুপার কিংসকে এক রানে হারিয়ে চতুর্থবারের জন্য ট্রফি ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবাসরীয় থ্রিলারে মন ভরে গিয়েছে আইপিএল ফ্যানেদের।

Advertisment

ম্যাচ শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পরেও একটা বিষয় নিয়েই সর্বত্র আলোচনা চলছে। একটা প্রশ্নই ঘুরছে সকলের মনে। আদৌ কি এমএস ধোনি রানআউট ছিলেন? প্রযুক্তির সাহায্য নিয়েও কি টিভি আম্পায়ার নাইজেল লং ভুল সিদ্ধান্ত দিলেন? টুইটার রীতিমত অগ্নিগর্ভ। ধোনির ফ্যানেরা ক্ষোভে ফেটে পড়েছেন। আউট নিয়ে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরাও। তাঁর আউট মেনে নিতে পারছেন না কেউই। ধারাভাষ্য়কারদের মধ্য়ে একমাত্র সঞ্জয় মঞ্জরেকরই বলেছিলেন যে, ধোনি রান আউট ছিলেন। সুনীল গাভাস্করও নিশ্চিত ছিলেন না আউট নিয়ে। কেউ কেউ বলছেন ক্রিকেটে বেনিফিট অফ ডাউট মেনে ধোনির ক্রিজে থাকা উচিত ছিল।

আরও পড়ুন: আইপিএল থেকে কী অবসর ধোনি-র, ফাইনাল হারের পরেই জানালেন মহাতারকা

প্রায় অনেকের মতেই ধোনি ক্রিজে থেকে গেলে চেন্নাইয়ের হাতেই উঠত ট্রফি। ধোনি ক্রিজে নেমে মাত্র ২ রান করেই ইশান কিষাণের রকেট থ্রো-তে উইকেটটি দিয়ে আসেন। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। এই প্রতিবেদনে দেওয়া রইল বাছাই করা কয়েক'টা টুইট। ভিডিও দেখে আপনারাই বিচার করুণ ধোনি আউট ছিলেন কী ছিলেন না!

চেন্নাই অষ্টমবারের জন্য ফাইনাল খেলল। অন্যদিকে মুম্বইয়ের এটি পঞ্চমবার। দু’দলেরই তিনটি করে আইপিএল ট্রফি ছিল ক্যাবিনেটে। চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হল মুম্বই। ২০১০, ২০১৩, ২০১৫-র পর ফের ২০১৯-এ আইপিএল ফাইনাল মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ও রোহিত শর্মার মুম্বই।

Chennai Super Kings Mumbai Indians MS DHONI
Advertisment