MS Dhoni and RCB: রবিবার সিএসকে ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচের আগেই রিইউনিয়ন ঘটে গিয়েছে ধোনির সঙ্গে বিশ্বকাপের সেই স্মারকের। বিসিসিআইয়ের তরফে শনিবার-ই মেগা ম্যাচের আগের দিন ধোনি বিশ্বকাপের রেপ্লিকা ছুঁয়ে রয়েছেন, এমন ভাইরাল ছবি পোস্ট করে দিয়েছে।
তবে ধোনির সঙ্গে ওয়াংখেড়েতে বিশ্বকাপ ট্রফির রিইউনিয়ন নয়, মাহি হঠাৎ করেই শিরোনামে ১৪ বছরের এক পুরোনো টুইটের সৌজন্যে। ২০০৭-এ ভারত প্ৰথম সংস্করণেই বিশ্বকাপ জিতেছিল। ২০০৯-এ ট্রফি নিজেদের দখলে রাখতে পারেনি। ২০১০-এ ধোনি বিশ্বকাপ ব্যর্থতার জন্য অভিযোগের আঙুল তুলেছিলেন আইপিএলের জাকজমকপূর্ণ পার্টিকে।
আরসিবি নিজেদের টুইটার একাউন্ট থেকে ধোনির এই উদ্ধৃতি পোস্ট করেছিলেন। হঠাৎ করেই পুরোনো এই টুইট ভাইরাল হয়ে গিয়েছে 'টুকটুক একাডেমি' টুইটার হ্যান্ডল থেকে আরসিবির সেই পুরোনো টুইট রিটুইট করে বসায়। সেই পোস্টে লেখা রয়েছে, "টি২০ ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়ের জন্য ধোনি আইপিএল পার্টিকে দায়ী করেছেন। আপনাদের কী মনে হয়?"
টুকটুক একাডেমি সেই টুইট রিটুইট করার পাশাপাশি একটি স্কোরকার্ড যোগ করে দিয়েছে। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, তা স্কোরকার্ড থেকেই স্পষ্ট। তবে কোন ম্যাচ তা আঁচ করা মুশকিল। পাঠান ৩০ বলে ২৬ করেন সেই ম্যাচে। প্রাক্তন অলরাউন্ডারের এই ইনিংসকেই সমালোচনা করা হয়েছে টুইটে। গম্ভীর (৬ বলে ৯), শেওয়াগ (৩ বলে ০), দীনেশ কার্তিক (৮ বলে ৮), রবিন উথাপ্পা (৩ বলে ১), রোহিত শর্মা (৮ বলে ৮), এমএস ধোনি (২৭ বলে ৯)- সকলেই ব্যর্থ হয়েছিলেন সেই ম্যাচে। পাঠান সর্বোচ্চ স্কোরার হলেও ২৬ করতে নিয়ে নেন ৩০ বল!
ঘটনা হল, সেই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে খেলা সকলেই প্রাক্তনী হয়ে গিয়েছেন। তবে দেড় দশক পরেও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি-রোহিত।
২০১০-এ টি২০ ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়ের পর ধোনি কী বলেছিলেন?
"দলের প্রায় সকলেই ফিট এবং তরতাজা। তবে ক্রিকেটারদের আরও একটু চতুর হতে হবে। স্রেফ ক্রিকেট মাঠেই নয়, মাঠের বাইরে আইপিএলে যা হয়- সব নিয়েই। নিজেদের শরীরকে আমাদের সম্মান জানানো উচিত। রিকভারির জন্য সময় দিতে হবে। ম্যাচ খেলার বাইরেও অনেক কিছু থাকে। পার্টি করা, ট্র্যাভেলিং- শরীরকে একদম নিংড়ে নেয়।"