সুযোগের পর সুযোগ দেওয়া হচ্ছে। অথচ ভুল ভ্রান্তি লেগেই আছে। তাই পন্থের পারফরম্যান্সে উন্নতি ঘটানোর জন্য এবার বোর্ডের তরফ থেকে একজন বিশেষজ্ঞকে নিয়োগ করা হবে। এমনটাই ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। কিছুদিন আগেও পন্থকে শোধরানোর দায়িত্বে ছিলেন প্রাক্তন উইকেটকিপার কিরণ মোরে।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেও ভুল কারণে শিরোনামে উঠে এসেছিলেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান। কটকে সেই ম্যাচেও একগুচ্ছ সুযোগ ফস্কেছেন তিনি। তারপরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের স্কোয়াড ঘোষণা করার পরেই প্রধান নির্বাচক প্রসাদ জানিয়েছেন, "উইকেটকিপিংয়ে পন্থকে আরও অনেক উন্নতি করতে হবে। ওকে স্পেশ্যালিস্ট উইকেটকিপিং কোচের তত্ত্বাবধানে রাখা হবে।"
একের পর এক ম্যাচে পন্থকে সুযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত সেভাবে নজর কাড়তে ব্যর্থ দিল্লির তারকা। তবে টিম ম্যানেজমেন্ট যে পন্থে আস্থা রেখেছেন, তা প্রমাণিত। ব্রায়ান লারার মতো অনেক মহাতারকাও অবশ্য পন্থের পাশে রয়েছেন। লারা জানিয়েছিলেন, "২১ বছর বয়সেই পন্থকে অনেক অপ্রয়োজনীয় চাপের সম্মুখীন হতে হচ্ছে। আমি খেলার সময়েও এক চাপ অনুভব করিনি। আমি সেই সময় স্রেফ বেঞ্চে বসে থাকতাম। হয়তো ভিভ রিচার্ডসের বুট পরিস্কার অথবা অন্য কিছু করতাম। সেই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার প্রস্তুতি নিতাম।"
এখানেই না থেমে কিংবদন্তি আরও জানিয়েছেন, "এই চাপ আমার মতে অপ্রাসঙ্গিক। ওকে কেবল নিজের মতো খেলার স্বাধীনতা দিতে হবে। কখনই যেন ও বুঝতে না পারে যে ডু অর ডাই পরিস্থিতিতে ও রয়েছে।"
লারার বক্তব্যের সুরই শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়। তিনি বলেছিলেন, পন্থ একজন দারুণ ক্রিকেটার। পরিণতির জন্য আরও সময় দিতে হবে। তবে সৌরভ সাফ জানিয়ে দিয়েছিলেন, পন্থকে কোনওভাবেই যেন ধোনি কিংবা ঋদ্ধিমান সাহার সঙ্গে তুলনা না করা হয়।
তবে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে বারংবার ব্যর্থ হওয়ায় পন্থ ক্রমশই অবশ্য সমর্থকদের চক্ষুশূল হয়ে পড়ছেন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লপ হওয়ার সময়েই গ্য়ালারি থেকে সমর্থকরা ধোনির নামে জয়ধ্বনি দিয়েছিলেন। সেই সময় যদিও পন্থের পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং কোহলি। সাফ জানিয়েছিলেন, পন্থের সামনে ধোনির নামে জয়ধ্বনি আসলে তরুণ ক্রিকেটারকে অসম্মান।