সবকিছু ঠিকঠাক থাকলে ইপিএলের বিখ্যাত ক্লাব আর্সেনালের মালিক হতে চলেছেন রিল্যায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। এর আগে প্রচারমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের মত ক্লাবের জন্যও বিড দিয়েছিলেন বলে খবর।
সোমবার এক রিপোর্টে বলা হয়েছে, "আম্বানি পুত্র আকাশ আর্সেনাল ভক্ত। এবং এথলেটিক-কে এক সোর্স ব্যবসার খাতিরে যিনি নিজের নাম জানাতে চাননি, তিনি জানিয়েছেন, আম্বানি ফুটবল দুনিয়ায় প্রবেশ করলে লন্ডনের এই ক্লাবটিকে টার্গেট করতে পারেন।"
আরও পড়ুন: EPL-এ শুরু ভারতীয়-যুগ! সালাহ, ফিরমিনহোর লিভারপুলের মালিক হয়ত মুকেশ আম্বানি
ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ফোর্বস ম্যাগাজিনের বিচারে দুনিয়ার দশম ধনী ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বেশ কয়েকদিন ধরেই ফুটবলে বিনিয়োগ করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। ব্রিটেনের প্রচারমাধ্যম দ্য মিরর-এ গত মাসেই বলা হয়েছিল লিভারপুলের জন্যও বিড জমা দিতে আগ্রহী মুকেশ আম্বানি। লিভারপুলের বর্তমান মালিক গোষ্ঠীর তরফে ক্লাব বিক্রির জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার চাইছেন।
আরও পড়ুন: মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সেই রেফারিকেই লাল কার্ড দেখাল ফিফা
“ইপিএল ক্লাবগুলির ক্ষেত্রে বারেবারেই মালিকানা বদল নিয়ে গুজব ছড়িয়েছে। আমাদের কাছেও ক্লাব বিক্রির প্রস্তাব এসেছে। এফসিজি গ্রুপ প্রায়ই লিভারপুল ক্লাবের অংশীদার হওয়ার জন্য তৃতীয় পক্ষের উৎসাহ দেখে এসেছে। ক্লাবের স্বার্থপূরণ হলে আমরা নতুন শেয়ারহোল্ডার বিবেচনা করতে পারি।” গত নভেম্বরে বলা হয়েছিল লিভারপুলের মালিকানাগোষ্ঠী এফসিজি-র তরফে।
এই প্ৰথমবার অবশ্য মুকেশ আম্বানি ইপিএল ক্লাব কেনার বিষয়ে উৎসাহ প্রকাশ করলেন না। এর আগেও সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়ের সঙ্গে যৌথভাবে লিভারপুলের ৫১ শতাংশের মালিকানা পাওয়ার জন্য দরপত্র জমা দিতে চেয়েছিলেন রিল্যায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। যদিও আজ গুজব সরাসরি নাকচ করে দিয়েছিলেন সেই সময় লিভারপুলের চিফ একজিকিউটিভ ক্রিস্টেন পার্সলো।