/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/team-india-2.jpg)
ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়েও জাতীয় দলে সুযোগ পাননি। এমন হতাশার মধ্যেই এবার কাশ্মীরে গিয়ে বিয়ে করে ফেললেন সরফরাজ খান। জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় গিয়ে সাতপাকে বাঁধা পড়লেন মুম্বইয়ের ক্রিকেটার।
ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করে তারকা ক্রিকেটার লিখলেন, "আলহামদুলিল্লাহ। বিবাহিত।" কাশ্মীরের স্থানীয় প্রচারমাধ্যমে সরফরাজ বলেছেন, "কাশ্মীরে বিয়ে করা ভাগ্যে লেখা ছিল।" সেই সঙ্গে সংযোজন, "যদি ঈশ্বর চেয়ে থাকেন, তাহলে একদিন তিনি নিশ্চয় ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন।"
সরফরাজের পোস্টে কমেন্ট করে সূর্যকুমার যাদব লিখেছেন, "ওয়াও, অনেক শুভেচ্ছা।" ক্রিস গেইল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, উমরান মালিক, অক্ষর প্যাটেলও শুভেচ্ছা জানিয়েছেন সদ্য বিবাহিত ক্রিকেট তারকাকে।
ঘরোয়া ক্রিকেটে গত কয়েক সিজন ধরেই স্বপ্নের ফর্মে রয়েছেন। শেষ তিন রঞ্জি সিজনে তারকা ব্যাটার ২৫৬৬ রান করেছেন। ২০১৯-২০-তে ৯২৮ রান করেছেন। ২০২০/২১-এ ৯৮২ এবং ২০২১/২২-এ ৬৫৬ করেছেন তিনি। প্ৰথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের গড় ৭৯.৬৫। সবমিলিয়ে ডান হাতি এই ব্যাটসম্যান ৩৭টি প্ৰথম শ্রেণির ম্যাচে ৩৫০৫ রান করেছেন। হাঁকিয়েছেন ১৩টি শতরানও।