Milind Rege dies: মুম্বই রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগের জীবনাবসান ঘটল। আচমকাই হল মৃত্যু। ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল মুম্বই ক্রিকেটের প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের। এমন ঘটনা সামনে আসতেই শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া।
প্রবীণ ক্রিকেটার ও মুম্বই রঞ্জি ট্রফি দলের প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগে প্রয়াত হলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত রেগে, মৃত্যুকালে ৭৫ বছর বয়সে পৌঁছেছিলেন।
ক্রিকেট জীবনের ঝলক
১৯৬৭ সালে মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন মিলিন্দ রেগে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি মুম্বাই দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার ছিলেন। তাঁর নেতৃত্বে দল বহু ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।
শ্রদ্ধা জানালো মুম্বাই ক্রিকেট সংস্থা
মিলিন্দ রেগের প্রয়াণে মুম্বাই ক্রিকেট সংস্থা (MCA) গভীর শোক প্রকাশ করেছে। রঞ্জি ট্রফির চলমান ম্যাচগুলিতে মুম্বাই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন, প্রয়াত অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে।
ক্রিকেট মহলের প্রতিক্রিয়া
বিভিন্ন ক্রিকেটার ও বিশিষ্ট ব্যক্তিরা রেগের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন। মুম্বাই দলের কোচ ও প্রাক্তন ক্রিকেটাররা জানিয়েছেন, রেগে শুধু ভালো ক্রিকেটারই ছিলেন না, একজন অসাধারণ মেন্টরও ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও ক্রিকেটীয় বুদ্ধিমত্তা মুম্বাই ক্রিকেটকে বহু বছর ধরে সমৃদ্ধ করেছে।
মিলিন্দ রেগের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে মুম্বাই ও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে।